বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanu-Imran: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলমুক্তির দাবিতে গান গাইলেন কুমার শানু? সত্যিটা জানালেন গায়ক

Sanu-Imran: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলমুক্তির দাবিতে গান গাইলেন কুমার শানু? সত্যিটা জানালেন গায়ক

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলমুক্তির দাবিতে গান গাইলেন কুমার শানু?

এবার AI-এর গ্যাঁড়াকলে ফাঁসলেন কুমার শানু। ইমরান খান ও আজাদ পাকিস্তান নিয়ে শানুর গানের ভিডিয়ো ভাইরাল, চমকে যাওয়ার মতো সত্যিটা জানালেন বাঙালি গায়ক। 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে একটি কনসার্টে অংশ নিয়েছেন কুমার শানু? এমনই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়ো ঘিরে তোপের মুখে বাঙালির প্রিয় গায়ক। যদিও সেই ভিডিয়োটি ভুয়ো এবং এআই-জেনারেটেড। হ্যাঁ, এবার AI-এর গ্যাঁড়াকলে ফাঁসলেন কুমার শানু। এই ভিডিয়ো যারা তৈরি করেছে, এবং যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন কুমার শানু। 

'কিছু লোক আমাকে বদনাম করার চেষ্টা করছে'

সম্প্রতি ফেসবুক এবং এক্স (পূর্বে টুইটার) এ প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে কুমার শানু একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আহ্বান জানিয়ে একটি গান গেয়েছিলেন। 

ভিডিওটি কুমারের একটি কনসার্টে তোলা বলে মনে হচ্ছে, তবে কণ্ঠটি শানুর মনে হলেও সেটি ভুয়ো। ওই ভুয়ো ভিডিয়োতে যে আওয়াজ ভেসে এসেছে তিনি বলেন, ‘আমরা ইমরান খানকে মুক্ত করব এবং তাকে প্রধানমন্ত্রী বানাব। আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং নতুন পাকিস্তান গঠন করব।’

বিবার ইনস্টাগ্রামে সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি স্ক্রিনগ্র্যাব শেয়ার করে এই গুজব নিয়ে সরব হন কুমার শানু। তিনি লেখেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য কোনও গান গাইনি। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওটি আমার ভয়েস নয়, এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। কিছু লোক আমার মানহানি করার চেষ্টা করছে এবং সে কারণেই আমি আমার ভক্তদের বলতে চাই যে খবরটি ভুয়া, মিথ্যা!’

শানুর ভুয়ো ভিডিয়ো ভাইরাল
শানুর ভুয়ো ভিডিয়ো ভাইরাল

প্রযুক্তির অপব্যবহারের সমালোচনা করে জনগণকে ভুল তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে কুমার শানু বলেন, ‘এটি প্রযুক্তির মারাত্মক অপব্যবহার এবং আমি ভারত সরকারকে এআই এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন ভুল তথ্য ছড়ানো বন্ধ করি।’

কুমার শানু শুধু বাংলার নন, গোটা দেশের অন্যতম চর্চিত প্লে-ব্যাক সিঙ্গার। নব্বইয়ের দশকে একচেটিয়া রাজত্ব করেছেন এই বাঙালি গায়ক। হিন্দি, ইংরেজি, মারাঠি, অসমীয়া, ভোজপুরি, গুজরাটি, তেলুগু, মালয়ালম, কন্নড়, তামিল, পাঞ্জাবি, ওড়িয়া, ছত্তিশগড়ি, উর্দু, পালি-সহ নিজের মাতৃভাষা বাংলায় গান গেয়েছেন। হালে বলিউডে কাজ না পাওয়ার জন্য আক্ষেপ করতে শোনা গিয়েছিলেন কুমার শানুকে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.