মা হতে চলেছে ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ট্রায়মেস্টারে পা রেখে দিয়েছেন। মার্চে আসবে সন্তান। যদিও এখনও কাজের থেকে ব্রেক নেননি তিনি। বরং, সেটে থাকছেন অনেকটা সময়ই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, প্রেগন্যান্সির এই সময়টায় তাঁর ফুড ক্রেভিং বেড়ে গিয়েছে। খুব খিদে পাচ্ছে। আর খিদে পেলে ভুলতে বসেছন শটও। অগত্যা? পূজা জানান, তিনি বাড়ি থেকে খাবার তো আনেনই। সাথে সেটের সকলেও নিজের বাড়িতে তৈরি নানা ধরনের খাবার নিয়ে আসেন তাঁর জন্য। আর প্যাকআপ হলেই তিনি বসে যান সেইসব সুস্বাদু খাবার খেতে।
সঙ্গে পূজা আরও জানান, ‘কুমকুম ভাগ্য’র সেটে তাঁর খুব যত্ন নিচ্ছে সকলে। শট শেষ হলেই তাঁর দিকে এগিয়ে দিচ্ছেন চেয়ার। সঙ্গে আবার সময়ে সময়ে খবর নিচ্ছেন তাঁর কোনও অসুবিধে হচ্ছে কি না, খাবার-জল খেয়েছেন কি না।
পূজার কথায়, ‘আমার সব রকম চাহিদা পূরণ করার চেষ্টা চালাচ্ছে সবাই। যবে থেকে জানতে পেরেছে আমার প্রেগন্যান্সির খবর, আমার খুব খেয়াল রাখছে। নিজের পরিবারের মতো সবাই আমার যত্ন নিচ্ছে।’
২০১৭ সালে সন্দীপ সেজওয়ালকে বিয়ে করেন পূজা। ডিসেম্বরে ছিল অভিনেত্রীর বেবি শাওয়ার। সেই সময়তেও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তিনি। করোনা মহামারীর মধ্যে প্রেগন্যান্সির খবর এলেও কাজ বন্ধ না রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছিল এই সময়টা বাড়িতেই থাকার। তবে সেসব পাত্তা না দিয়ে সব রকম সাবধানতা অবলম্বন করে কাজ চালিয়ে যাচ্ছেন। শুধু নিজের কাজ করার সময় কিছুটা কমিয়ে দিয়েছেন প্রোডাকশনের সাথে কথা বলে।