সম্প্রতি মৌসুমী ভট্টাচার্য এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্টতই বলেন কুণাল ঘোষ এবং দেবাংশু যখন পাবলিকের হাতে পড়বেন কী হয় দেখতে চান তিনি। এরপরই উক্ত দুই ব্যক্তি যৌথভাবে আক্রমণ করেন অভিনেত্রীকে। তিনি পাল্টা জবাব দিতে এদিন ফের তাঁকে কটাক্ষের সুরে বিঁধলেন তৃণমূলের মুখপাত্র।
আরও পড়ুন: একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা?
কুণাল ঘোষ কী বললেন আবার?
কুণাল ঘোষ এদিন মৌসুমী ভট্টাচার্যর জবাবের ভিডিয়ো পোস্ট করেন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'উত্তরটা দেখলাম। মারার হুমকি চেপে গিয়ে এখন অন্য নাটক। ডাহা মিথ্যা বলছেন। মহিলাদের অসম্মান? দিনের পর দিন? আমার সব পোস্ট থেকে একটা প্রমাণ দিন। নইলে হাত জোড় করে ক্ষমা চান। আর মানুষের প্রতিক্রিয়া? প্রায় সবাই সমর্থন করেছেন আমাদের। আপনারা আপত্তিকর বলবেন, তার জবাবে খোঁচা দিলেও নাটক?'
প্রসঙ্গত এই ভিডিয়োতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'এই যে এই দুটো লোক দিনের পর দিন মেয়েদের হ্যাটা করছে, ছোট করছে, যা খুশি তাই বলে দিচ্ছে। কেউ কি কিছুই বলবে না? কেউ প্রোটেস্ট করবে না?'
কী নিয়ে এত সমস্যা?
মৌসুমী ভট্টাচার্যর যে ভিডিয়ো প্রথম কুণাল ঘোষ পোস্ট করেন এবং বিতর্কের সূত্রপাত যেখানে সেই ভিডিয়োতে অভিনেত্রী বলেন, 'এই কুণাল ঘোষ, আর এই যে ছেলেটা, আমি নামও ভুলে যাই, হ্যাঁ দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে, দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবে না। বাড়িতে বসে বসে প্রেসকে লেকচার দেয়। একদিন না একদিন পাবলিকের সামনে আসতেই হবে। একদিন না একদিন, ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ তো সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক ওদের কাছে।'
আরও পড়ুন: লন্ডনের শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন...
আরও পড়ুন: মৌলবাদের বিরুদ্ধে বারবার গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি লেখক
এরপরই কুণাল তাঁকে আক্রমণ করে লেখেন, 'হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।' জবাবে দেবাংশু লেখেন, 'বলছ তাহলে কুণাল দা? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল... টিকবে কি? বিনয় কোঙারের মতো লাইফ হেল করে দেবে তো! এ বাবা! এমা... দাঁড়াও দাঁড়াও, বিবাহিত তো! সরি… সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।'