আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। বিরোধীরা বিন্দুমাত্র জমি ছাড়ছে না শাসক দলকে। উল্টে কথায় কথায় বিরোধিতা করছেন তাঁদের পদক্ষেপ এবং বক্তব্যের। এরই মাঝে কুণাল ঘোষের চুল ধরে টেনে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন প্রাক্তন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। তার জবাব এদিন কী লিখলেন কুণাল ঘোষ?
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিনেতার
কী লিখেছেন কুণাল ঘোষ?
পাপিয়া অধিকারীর হুমকি এদিন বিদ্রুপের স্বরে দেন কুণাল ঘোষ। তিনি এদিন তাঁর এক্স হ্যান্ডেলে কটাক্ষের সুরে বিজেপি নেত্রীর উদ্দেশ্যে লেখেন, ‘পাপিয়া অধিকারী নামে এক প্রাক্তন নায়িকা, একদা সিপিএম, পরে বোধহয় বিজেপি প্রকাশ্যে আমাকে চড় মারবেন, চুল ধরে টানবেন, মানে খামচাখামচি টাইপের হুমকি দিয়েছেন দেখলাম।’
তিনি এদিন একই সঙ্গে আরও লেখেন, 'আমার চুল কমে এসেছে। সেগুলোতে নজর দেওয়া ঠিক নয়। বরং চুল বাড়ার কোনো ওষুধ থাকলে জানান। ফুটেজ খাচ্ছেন খান। শুভেচ্ছা।'
কে কী বলছেন?
অনেকেই কুণালের এই কটাক্ষের জবাব কটাক্ষের সুরেই দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'উটের প্রস্রাব মাথায় লাগালে নাকি টাকে চুল গজায়। দেখতে পারেন, ব্যবহার করে। চিড়িয়াখানা থেকে সহজেই পাওয়া যাবে।' কেউ আবার লেখেন, 'আদিবাসী তেল ব্যবহার করে দেখুন।'
আরও পড়ুন: প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, 'দরকারে আবার লড়াইয়ে নামব'
প্রসঙ্গত এখন কুণাল ঘোষ হামেশাই লাইমলাইটে থাকেন। সম্প্রতি তিনি ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে নামের ফলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে দেবের নাম বসানোয় তাঁকে কটাক্ষ করেছেন। দেব সেই কটাক্ষের উত্তর দিলে তাঁকে 'চৈতন্যদেব' বলে বিদ্রুপ করতে ছাড়েননি তিনি।