আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে মুক্তি পেতে চলেছে বাংলার প্রবাদপ্রতিম অভিনেত্রী বিনোদিনী দাসীর উপর নির্মিত সিনেমা বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ইতিমধ্যেই এই ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে। এদিন সেই ছবির প্রচারে রুক্মিণী মৈত্র এবং রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন কুণাল ঘোষও।
আরও পড়ুন: বাবা সিদ্দিকি নন, সলমনকেই গুলি করতে চেয়েছিল সেদিন বিষ্ণোই গ্যাং, চার্জশিটে জানাল পুলিশ!
কী ঘটেছে?
চৌরাস্তার বিবেকানন্দ কলেজ ফর উইমেন দিয়ে বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটির প্রচার শুধু করেন রুক্মিণী মৈত্র। তাঁর সঙ্গে ছিলেন ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ও। সেই কলেজের পর সোমবার, ৭ জানুয়ারি এদিন তাঁরা ছবির প্রচার করতে গিয়েছিলেন বিদ্যাসাগর কলেজে। সেখানেই রুক্মিণী এবং রামকমলের সঙ্গে দেখা মিলল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের।
রুক্মিণী এদিন একটি মেরুন শাড়ি এবং ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ পরে এসেছিলেন। অন্যদিকে রামকমল মুখোপাধ্যায়ের পরনে ছিল নীল টিশার্ট, জিন্স এবিব মেরুন জ্যাকেট। অন্যদিকে তাঁদের সঙ্গে মঞ্চে যোগ দেন কুণাল ঘোষ। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।
এদিন রুক্মিণীর সঙ্গে বাকিরা বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটির প্রচারে বলেন, 'বিনোদিনী আসছে ২৩ জানুয়ারি।'
প্রসঙ্গত এদিন সকালে দক্ষিণেশ্বরে গিয়ে ছবির সাফল্য কামনায় পুজো দেন অভিনেত্রী এবং পরিচালক। শুধু তাই নয়, জ্বালান শতাধিক প্রদীপও। তারপর ছবির প্রচার সেরে রাতে তাঁকে খাদান ছবিটির সাকসেস পার্টিতে যোগ দিতে দেখা যায়।
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবি প্রসঙ্গে
এই ছবিতে রামকৃষ্ণ পরমহংস দেবের চরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যালকে। রাঙাবাবু হিসেবে থাকবেন রাহুল বসু, গিরীশ চন্দ্র ঘোষের ভূমিকায় দেখা মিলবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের। অন্যদিকে গুরমুখ রাইয়ের চরিত্রে থাকবেন মীর আফসার আলি।