আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তরদের আন্দোলন এবং সাম্প্রতিক অনশনকে সমর্থন করে আসছেন এরাজ্যের বহু নাগরিক। সমর্থন করেছেন শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ বহু তারকাও। তবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই আন্দোলনের মুখ কিঞ্জল নন্দর 'অরাজনৈতিক' বক্তব্যে কিছুটা বিরক্ত বাম সমর্থকদের একাংশ। এই আন্দোলনকে কিঞ্জলের 'অরাজনৈতিক' ট্যাগ দেওয়ায় ‘হালকা বিরক্ত’ বলে নিজেই জানিয়েছিলেন শ্রীলেখা মিত্র। তাঁর প্রশ্ন, ‘কোনও আন্দোলন অরাজনৈতিক হয় কি?’
ঠিক একই ভাবে কিঞ্জলের ‘অরাজনৈতিক আন্দোলন’ মন্তব্যে ফেসবুকের পাতায় ক্ষোভ উগরে দিয়ে একটি পোস্ট করেন সোমা দত্ত দাস নামে আরও এক নেটিজেন। তাঁর শেয়ার করা সেই লম্বা পোস্টে কিঞ্জলের বেশকিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। যেমন সেই পোস্টে লেখা হয়, ‘ডাঃ কিঞ্জল নন্দ কে প্রশ্ন করতে চাই, ৯ই আগস্ট বুদ্ধবাবুর দেহদানের প্রক্রিয়া ছেড়ে দিয়ে কমঃ মীনাক্ষী মুখার্জি সহ আরো হাজার হাজার বাম ছাত্র যুব নেতা কর্মী আরজিকরে হাজির হয়ে তিলোত্তমার বডি আঁটকাতে হয়েছিলো কেন? আপনারা পারেন নি কেন সেই দিন বডি লোপাট আঁটকাতে? সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরাল না হলে আজ এই আন্দোলন কোথায় থাকতো?’
প্রশ্ন তোলা হয়, ‘কমঃ বিকাশ ভট্টাচার্য বিনা পারিশ্রমিকে ভিক্টিমের পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে শুনানি করেছিলেন । ত্রিধারা সম্মিলনীতে We Want Justice স্লোগান দিয়ে আটক ৯জন কে হাইকোর্টে বিনা পারিশ্রমিকে জামিন করিয়েছেন সিপিআইএম সংসদ বিকাশবাবু এবং জয়ন্তনারায়নবাবু। আপনারা জামিন পাওয়া ৯জন প্রতিবাদীকে অভিনন্দন জানালেন। কিন্তু দুই উকিলবাবু কে একটা ধন্যবাদও জানানোর কথা মনে পড়ল না?’
সবশেষে কিঞ্জল নন্দকে কিছুটা আক্রমণ করেই সেই ব্যক্তি লেখেন, 'ডাঃ কিঞ্জল নন্দকে একটাই কথা বলবো, কুণাল ঘোষের স্ক্রিপটেড ভাষা বলে আন্দোলনের ক্ষতি করবেন না। অ্যাকাডেমিতে আপনার অভিনীত নাটকের প্রচার স্যোশাল মিডিয়াতে কুনাল ঘোষ করতেই পারেন, আপনার পারিবারিক সম্পর্ক কুণাল ঘোষ এবং তৃণমূলের সঙ্গে থাকতেই পারে, কিন্তু ভুলভাল বলে আন্দোলন কে ডাইভার্ট করবেন না। তাই আন্দোলনের ফোকাস হোক তিলোত্তমা'র ন্যায় বিচারের দাবীতে।' নিজের এই পোস্টের সঙ্গে কিঞ্জল নন্দর ২০২০ সালের একটা ফেসবুক পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেছেন সোমা দত্ত দাস। যেখানে কিঞ্জল কুণাল ঘোষণ ধন্যবাদ ও প্রণাম জানান। কারণ, কুণাল ঘোষ সেসময় অ্যাকাডেমিতে কিঞ্জল অভিনীত নাটক 'কাল্পনিক বাস্তব'-এর কিছু ছবি পোস্ট করেছিলেন, সেটা অবশ্য ২০২০ সালে।
এদিকে এই পোস্টে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অন্যতম মুখ কিঞ্জল নন্দর সঙ্গে কুণাল ঘোষের যোগসূত্র টেনে আনায় মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র নিজেই। কুণাল ঘোষ সোমা দত্ত দাসের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে X-(পূর্বের টুইটার)এ লেখেন, ‘সিপিএম সর্বত্র আমার ভূত দেখে, জানি। আমোদ পাই। কমরেড, এই অনশন নিয়ে নিজেদের বিতর্কেও আমাকে খুঁজে পেলেন আর এইসব পোস্ট করলেন!! কিঞ্জলকে আমি চিনি, কিন্তু এসব নিয়ে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি এখনও। ওর কোনও কথা কমরেডদের অপছন্দ হতে পারে, কিন্তু ওর বিশ্বাসযোগ্যতাকে আক্রমণ করবেন না।’
কুণাল ঘোষ আরও লেখেন, ‘কিঞ্জলদের মূল প্রতিবাদ, আবেগের সঙ্গে আমিও একমত। তবে ওর এবং ওদের কিছু পদক্ষেপ ও সঙ্গদোষ নিয়ে আমারও আপত্তি আছে। ওরা যা করছে, ঠিক-ভুল আলাদা বিচার্য, কিন্তু কর্মসূচিটা ওদের, সেটা হাইজ্যাকের চেষ্টা হচ্ছে, আপত্তি তুলেছে, ঠিক করেছে। নাগরিক ও নিরপেক্ষ ডাক্তারের ছদ্মবেশে কারা কী করছে, সবাই দেখছে। কমরেড, এই বিতর্কে কিঞ্জলের সঙ্গে আমাকে জড়াবেন না। ওকেও আমার সঙ্গে জড়াবেন না। আপনাদের এই প্যাঁচালো মনটাকে একটু সহজ সরল করুন।’