কিছুদিন আগেই স্বস্তিকাকে একহাত নিয়েছিল তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক। তাঁদের মতে অভিনেত্রী জানিয়েছেন তিনি এবার উৎসবে ফিরবেন না বলেই জানিয়েছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে। তাহলে তিনি কীভাবে তাঁর ছবির প্রচার করতে পারেন? এবার সেই একই সুর শোনা গেল তৃণমূলের মুখপাত্র কুণালের ঘোষের কথায়। তিনি রীতিমত কটাক্ষের সুরে বিঁধলেন স্বস্তিকা এবং সৃজিতকে।
কী ঘটেছে?
এদিন শহরের বুকে পড়া একটি পোস্টারের ছবি শেয়ার করেন কুণাল ঘোষ। সেখানে দেখা যাচ্ছে স্বস্তিকা ওরফে টেক্কা ছবির ইরাকে। পাশে লেখা, 'আমার মেয়েকে কে ফেরাবে?' এক ঝলক পড়লে যেন মনে হবে আরজি করের নির্যাতিতার কথাই বুঝি বলা হচ্ছে। আর এই পোস্টার এবং একই সঙ্গে ছবির প্রচারে স্বস্তিকাকে দেখে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন। তাঁর মতে স্বস্তিকা মুখোপাধ্যায় তো উৎসবে ফিরবেন না বলেই জানিয়েছেন, তাহলে কেন ছবির প্রচার করছেন?
এদিন এই ছবিটি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RG Kar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। উৎসবে ফিরব না অথচ সিনেমার পোস্টারে ফিরব, এটাও দ্বিচারিতা।'
তিনি এদিন একই সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়কেও কটাক্ষ করেন। লেখেন, 'সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।'
টেক্কা প্রসঙ্গে
এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: 'সৎ চেষ্টা করছেন', আরজি কর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের, 'ভুয়ো খবর' ছড়ানোয় সংবাদমাধ্যমকে কী বললেন?
আরও পড়ুন: 'শুনে নেব নাহয় গালিগালাজ ...' আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে!
পুজোর অন্যান্য ছবি
এই পুজোতে দেবের টেক্কা ছাড়াও আসছে SVF এর সন্তান। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। এছাড়া পথিকৃৎ বসুর শাস্ত্রী তো আছেই। সেখানেও থাকবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, প্রমুখ। অরিন্দম শীলের একটি খুনির সন্ধানে মিতিন, সহ নায়িকা, ইত্যাদি ছবিও মুক্তি পাবে একই দিনে।