২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর ‘সন্তান’। এই ছবির সঙ্গে দেবের খাদানের মুখোমুখি লড়াই নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। দেবের প্রচার নিয়ে ‘খোঁচা’ দিতেও ছাড়েননি প্রাক্তন শুভশ্রীর বর্তমান স্বামী। এই দ্বৈরথের মাঝেই এবার আসরে নামলেন কুণাল ঘোষ। মিঠুনকে ঠুকে এদিন রাজ চক্রবর্তীতে সন্তানের জন্য শুভেচ্ছা জানালেন। তৃণমূল বিধায়ক রাজের সন্তানের কেন্দ্রে মিঠুন চক্রবর্তী। অভিনেতার বাইরে এখন মিঠুনের আরও একটা পরিচয় রয়েছে, তিনি বিজেপি নেতা। আরও পড়ুন-এত দেরিতে?’ খাদান মুক্তিতে বাকি আর ৪ দিন, কবে আসবে ট্রেলার? উত্তর দিলেন দেব
যদিও টলিউডে একের পর এক তৃণমূল তারকার সঙ্গে কাজ করে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। দেবের সঙ্গে প্রজাপতিতে কাজ করেছেন, পুজোয় মুক্তি পাওয়া ‘শাস্ত্রী’তে মিঠুনের সঙ্গী ছিলেন তৃণমূল বিধায়ক সোহম। তিনি ছবির যৌথ প্রযোজকও ছিলেন। আর এবার মিঠুনের জোড়িদার ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
প্রজাপতি-তে নাকি দেবকে ডুবিয়েছেন মিঠুন চক্রবর্তী। জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার অভিনয় সত্ত্বা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছিলেন কুণাল ঘোষ। সন্তান মুক্তির আগেও খোঁচা দিতে ছাড়লেন না কুণাল। মিঠুনকে বিশ্বাসঘাতক বলে ফেল তোপ দাগলেন।
এদিন ফেসবুকের দেওয়ালে কুণাল ঘোষ লেখেন, 'রাজনৈতিক মন্তব্য সরিয়ে রেখে পোস্ট- ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'সন্তান।' রাজ চক্রবর্তীর ছবি। বহুদিন পর SVFএর রিলিজ। আছেন ঋত্বিক, শুভশ্রী, মিঠুনদা। বিষয়বস্তু যদিও যুগে যুগে বাংলা ছবিতে এসেছে, তবু, যা শুনলাম, 'সন্তান' ছবিটা নতুনত্ব, টানাপোড়েন, নাটকীয়তা দিয়ে সাজিয়েছে রাজ। অভিনেতা অভিনেত্রীরাও জীবনের সন্ধিক্ষণে অনভিপ্রেত অভিজ্ঞতার শেডগুলিকে ফুটিয়ে তুলেছেন দর্শকের হৃদয়স্পর্শী দক্ষতায়। ফলে, 'বহুরূপী'র পর আবার একটি বাংলা ছবি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। শুভেচ্ছা রইল।'
এরপর কটাক্ষের সুরে কুণাল লেখেন, 'পুনশ্চ: আমি ব্যক্তিগতভাবে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মিঠুনদাকে নিয়ে তৃণমূল বিধায়ক রাজের ছবি করার বিরুদ্ধে। কিন্তু এক সেরা পরিচালক যখন দক্ষ, অভিজ্ঞ অভিনেতাকে নিয়ে কাজ করেন, তখন সেই সিনেমাকে একজন দর্শক ও বাংলা সিনেমাপ্রেমী হিসেবে উপেক্ষা করার মানসিকতা আমার নেই। শুভেচ্ছা রইল 'সন্তান।' হাউস ফুল বোর্ড ঝুলতে থাকুক।'
রাজ চক্রবর্তী, কুণাল ঘোষের সেই পোস্ট শেয়ার করে তাঁকে পালটা ধন্যবাদ জানান। কুণাল ঘোষের সঙ্গে মিঠুনের তিক্ত সম্পর্কের কথা কারুর অজানা নয়। প্রজাপতি নিয়ে বিদ্রুপের পর সংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, 'এলিতেলিদের আমি জবাব দিই না, ও সব গঙ্গারামদের আমি জবাব দিই না।’
প্রসঙ্গত, বাবা-ছেলের তিক্ত সম্পর্কের আবর্তে তৈরি সন্তান। বৃদ্ধবয়সে বাবা-মা'র দায়িত্ব নিয়ে অস্বীকার করেছে ছেলে (ঋত্বিক)। এরপর তার নামে মামলা ঠুকেছে বাবা (মিঠুন)। মিঠুনের হয়ে কেস লড়ার দায়িত্বে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।