টলিউড অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যের করা মন্তব্য ঘিরে সোমবার বেশ উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। এমনকী, মঙ্গলবারেও তার হালকা রেশ দেখা যায়। আসলে দেবাংশু বা কুণাল, কেউই এই ব্যাপারটায় ধামাচাপা দিতে রাজি নন। বরং, আত্মপক্ষ সমর্থনে নানা যুক্তি দাঁড় করিয়েছেন এই দুই তৃণমূল নেতা। সোমবার বেশ রাতের দিকে, কুণাল জবাব দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে।
কুণাল ও দেবাংশুর করা মন্তব্যের বিরোধিতা করে সুদীপ্তা পোস্ট করেছিলেন ফেসবুকে। এখানেই শেষ নয়, সেই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছিলেন। যেহেতু তিনিই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাই হয়তো, দেরিতে হলেও জবাব দিতে ভুললেন না কুণাল। তিনি লেখেন, ‘আপনার পোস্ট নজরে এসেছে। আপনি ক্রিয়ার প্রতিক্রিয়া না দিয়ে প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া দিয়েছেন। মহিলার ভিডিওটা দেখেছেন? প্রকাশ্যে মারধর ইত্যাদি নানা হুমকি। সমর্থন করেন ওই ভাষা? সেটা না দেখে জবাবের রসিকতাটা দেখলেন?’
সঙ্গে কুণাল আরও জুড়লেন, ‘আমি আপনার অভিনয়ের গুণমুগ্ধ। বিধানসভা কভারেজের সূত্রে আপনার বাবার সঙ্গেও একদা পরিচয় ছিল। নাট্যমঞ্চের শক্তিশালী শিল্পী। শ্রদ্ধা করি। কিন্তু আপনি ভাবেন কী বলুন তো? আমি মহিলাদের সঙ্গে মিশি না, মহিলারা আমাকে চেনেন না? আমাকে মহিলাদের সম্মান করা শিখতে হবে?’
কুণাল-দেবাংশুর নামে যা লিখেছিলেন সুদীপ্তা:
অভিনেত্রী মৌসুমীকে ট্রোল করে দেবাংশু ও কুণালের করা পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আর তা শেয়ার করে সুদীপ্তা লিখেছিলেন, ‘একরাশ ছিঃ!! মনে রাখবেন, আমাদের লড়াই টা এঁদের বিরুদ্ধেও। এই অসভ্য, অশিক্ষিত, নির্লজ্জ 'পুরুষ' দের বিরুদ্ধেও। জনসমক্ষে একজন মহিলা কে নিয়ে যাঁরা এই ভাষায় কথা বলেন, তাঁরা আড়ালে কী বলতে পারেন, তা অনুমান করতে পারার জন্য কোনো পুরস্কার নেই !! আর পেশায় 'অভিনেত্রী' হলে তো তাঁর/ তাঁদের নামে কুকথা বলার আগাম ছাড়পত্র এমনিই পাওয়া যায়!!! এঁদের সংখ্যা এই সমাজে গুনে শেষ করা যাবে না। বেশিরভাগই লুকিয়ে করেন।’
‘তবে এই দুজনের এই কুরুচিপূর্ণ দম্ভের বহিঃপ্রকাশ এঁরা করতে পারছেন শুধু ক্ষমতায় আছেন বলে। আর এই ক্ষমতার শীর্ষে আছেন একজন মহিলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী @মমতা বন্দ্যোপাধ্যায়। এঁদের অভিভাবক হিসেবে, আমাদের সবার অভিভাবক হিসেবে, আশা করি তিনি এর যথাযথ ব্যবস্থা নেবেন।’, মমতাকে ট্যাগও করেছিলেন অভিনেত্রী।
বিতর্কের জন্ম যেখান থেকে:
সল্টলেকের ধর্নামঞ্চের সামনে মৌসুমী ভট্টাচার্য মিডিয়ার সামনে বলেন, ‘কুণাল ও দেবাংশু যেদিন পাবলিকের হাতে পড়বে, দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবে না…’! সেই ভিডিয়ো শেয়ার করে, কুণাল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।’
আর এক কাঠি উঠে দেবাংশুর জবাব ছিল, ‘সিরিয়ালে কাজ নেই। বদন বিগড়ে গেছে। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে।’ পরে অবশ্য এই বদন বিগড়ানোটা মুছে ফেলেন দেবাংশু। কিন্তু ততক্ষণে তাঁর পোস্ট ভাইরাল চারদিকে। যা নিয়ে পরমব্রত থেকে শুরু করে শ্রীলেখা, বহু তারকাই নিজেদের ক্ষোভ জাহির করেছেন।