লখনউ-তে প্রথম ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করতে চলেছে ‘রং দে বসন্তী’ অভিনেতা কুনাল কাপুর। শোনা যাচ্ছে, সিরিজটি পরিচালনা করবেন জয় শীলা বনশাল।
অভিনেতা কুণাল কাপুর ২০০৬ সালে ‘রঙ দে বসন্তী’ ছবিতে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করছিলেন। এরপর তাঁকে সেভাবে আর পর্দায় দেখা যায়নি। বিভিন্ন সিনেমায় ছোটো ছোটো চরিত্রে অভিনয় করলেও সেভাবে দর্শক মনে দাগ কাটতে পারেনি। তবে তিনি শীঘ্রই ওটিটি-তে কামব্যাক করছেন। সিরিজটি পরিচালনা করবেন জয় শীলা বানশাল, যিনি কিনা ওটিটি সিরিজ ‘উন্দেখি’,‘ভাউকাল(২০২০)’ এবং ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’(২০২২) এর লেখক। সেপ্টেম্বরে শ্যুটিং শুরুর আগে কুণাল কাপুর ও জয় শীলা বনশাল সম্প্রতি লখনউতে রেইকি করতে গিয়েছিলেন।
আরও পড়ুন: ('স্পটলাইট থেকে শত মাইল দূরে থেকেও ওঁরা…', অনসূয়া ও পায়েলকে নিয়ে কী লিখলেন পরমব্রত?)
প্রসঙ্গত এর আগে ওটিটি সিরিজ ‘দ্য এম্পায়ার অ্যান্ড দ্য অ্যান্থলজি আনকাহি কাহানিয়া’(২০২১)তে দেখা গিয়েছিল কুণাল কাপুরকে।
সম্প্রতি কুণাল তাঁর লখনউ ডায়েরি থেকে বেশকিছু ছবি পোস্ট করেছেন। কুনাল জানান,‘জিডি গোয়েঙ্কা স্কুলে ছাত্রদের সঙ্গে দেখা করার পর, আমরা শহর ঘুরেছি। বড় ইমামবাড়া, রুমি দরওয়াজা, ক্লক টাওয়ারের পাশাপাশি আশেপাশের কিছু এলাকা পরিদর্শন করেছি। শহরের ঘুরে দেখতে আমি একটা ই-রিকশাও নিয়েছিলাম।’ আমিষ ও মিষ্টি খাবার একটু বেশিই খেয়ে ফেলেছি বলেও জানান অভিনেতা।
জয় শীলা বনশাল, যিনি এই সিরিজ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন, তিনি বলেন, ‘আমি জন্মগত দিক থেকে উত্তরপ্রদেশ থেকে এসেছি। অনেক দিন ধরে গল্প লিখছি। এই গল্পগুলিকে প্রকাশ করতে চাইছিলাম। বছরের পর বছর ধরে যে গল্পগুলি লিখেছি তা বলতে চেয়েছি। এট জন উইকের ভারতীয় সংস্করণের মতো একটা অ্যাকশন সিরিজ। আমাদের বাছাই করা অভিনেতাদের মধ্যে কুণাল একজন। আমি তাঁর কিছু প্রোজেক্টে খুব মুগ্ধ হয়েছি, তা হলো ‘মীনাক্সি: এ টেল অফ থ্রি সিটিস(২০০৩), ‘রং দে বাসন্তি’ বা ‘ডিয়ার জিন্দেগি’ (২০১৬)তে তিনি চমৎকার কাজ করেছেন।’
আরও পড়ুন: (হার্দিককে ডিভোর্স, ৭০ শতাংশ সম্পত্তি নেওয়ার গুঞ্জন! ইনস্টাগ্রাম স্টোরিতে ফের কী ইঙ্গিত নাতাশার)
লখনউ-ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা সর্বেশ গোয়েল বলেন, ‘সিরিজটি সম্পূর্ণরূপে লখনউ-এর পটভূমিতে শ্যুটিং হবে। আমাদের শহরে ৫০দিনের সময়সূচী ঠিক করা হয়েছে। প্রকল্পে স্থানীয়রাও অনেক ভালো কাজ করার সুযোগ পাবেন। অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের সঙ্গে একটি শিরোনামহীন ছবির পর এটা আমাদের দ্বিতীয় প্রকল্প যা ইতিমধ্যে মুম্বাই এবং লোনাভালায় চলছে। উত্তরপ্রদেশে, আমরা শ্যুটিং করার জন্য মুখিয়ে আছি।’