সম্প্রতি একটি জনপ্রিয় হোটেল চেইন সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসেবে দেখা গেল বলি-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এবং অভিনেতা কুণাল কাপুর-কে। বিজ্ঞাপনী ভিডিয়োটি শুরুতে দেখা যাচ্ছে বিরাট একটি গল্ফ কোর্সের মাঝে দাঁড়িয়ে রয়েছেন এই দু'জন। এবং গল্ফ খেলতে ব্যস্ত তাঁরা। বিজ্ঞাপনটি খানিকক্ষণ এগোনোর পর দেখা গেল পোলো টিশার্টের সঙ্গে বেশ ঝলমলে ও জমকালো লেহেঙ্গা পরে রয়েছেন কুণাল! তাঁর অপরাধ? ফাঁস হয়েছে তাও। জানা গেল, চিত্রাঙ্গদার কাছে শর্তে হেরে এহেন পোশাক পরতে হয়েছে কুণালকে।
শেষমেশ আর থাকতে না পেরে চিত্রাঙ্গদাকে কুণাল জিজ্ঞেস করেন এবার সে পোশাক পাল্টাতে পারবে কি না? মুচকি হেসে চিত্রাঙ্গদার জবাব, 'তোমাকে কিন্তু ভালোই মানাচ্ছে।' বিজ্ঞাপনী প্রচারটির ভিডিয়ো চোখে পড়ামাত্রই কুণালের পিছনে লাগার সুযোগ ছাড়েননি করণ জোহর। টুইটারে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে কুণালের উদ্দেশে মজা করে করণ লেখেন, 'কভি খুশি কভি গম' এর সিক্যুয়েল হলে কুণালকেই 'পু' এর চরিত্রটি অফার করবেন তিনি।'
প্রসঙ্গত, করণের পরিচালনায় 'কভি খুশি কভি গম' ছবিতে 'পু' চরিত্রটি দারুণ জনপ্রিয় হয়েছিল করিনা কাপুরের অভিনয়ের সুবাদে।
তবে বাঁচেননি করণ নিজেও। টুইট করেই বন্ধু করণকে নিজের চিরাচরিত স্বভাবমত নাস্তানাবুদ করলেন টুইঙ্কল খান্না। পরিচালকের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'এটা দেখার পর থেকেই আমি ভাবছি তুমি নিজে কী পোশাক জিমে পরে যাও?'