বাংলা নিউজ > বায়োস্কোপ > Kunal Khemu: ‘বাবা এত রেগে কেন!’ কী দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল কুণাল-সোহার মেয়ে ইনায়া

Kunal Khemu: ‘বাবা এত রেগে কেন!’ কী দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল কুণাল-সোহার মেয়ে ইনায়া

সোহা-কুণালের সঙ্গে ইনায়া। (ফাইল ছবি)

হালে এক সাক্ষাৎকারে কুণাল জানিয়েছেন এই ঘটনার কথা। একরত্তির শিশু কী দেখে এত ভয় পেয়েছিলেন।  

মুক্তির পথে কুণাল খেমু অভিনীত ওয়েবসিরিজ ‘অভয়’-এর নতুন সিজন। তার আগে হিন্দুস্তান টাইমসের মুখোমুখি হয়েছিলেন কুুণাল খেমু। সেখানেই জানালেন তাঁর মেয়ে ইনায়াকে নিয়ে এক অভিজ্ঞতার কথা।

তাঁর কাজ দেখে স্ত্রী সোহা আর মেয়ে ইনায়া কী বলেন, এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কুণাল জানান, তাঁরা তিনজন একসঙ্গে বসে অনেক সময়েই টিভিতে ওয়েবসিরিজ দেখেন। নিজের ওয়েবসিরিজ ‘অভয়’ও তাঁরা তিনজনে বসে দেখেছেন। কিন্তু ইনায়া মোটেই সেগুলি খুব একটা উপভোগ করে না। এমনই জানিয়েছেন কুণাল।

টিভি দেখার চেয়ে ইনায়া অনেক বেশি পছন্দ করে বই নিয়ে সময় কাটাতে। তাই ওর থেকে বিশেষ মতামত পাওয়া যায় না। এমনই বলেছেন কুণাল।

কিন্তু একবার একটি কারণে ইনায়া খুব ভয় পেয়ে গিয়েছিল। এমনই জানিয়েছেন তার বাবা। কুণালের কথায়, একবার একটা মজার ঘটনা ঘটেছিল। ‘অভয়’-এ পোস্টার হঠাৎ নজরে পড়ে ইনায়ার। ‘অভয়’ ওয়েবসিরিজে কুণাল এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। রীতিমতো টানটান এই সিরিজে কুণালকে বেশির ভাগ সময়েই বেশ গম্ভীর এবং রাগী রূপে দেখা যায়। তারই প্রতিফলনও ছিল পোস্টারে। আর সেটি দেখেই ইনায়া বলে, ‘বাবা এত রেগে কেন!’

‘অভয়’-এর পোস্টার দেখে ইনায়া রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল বলে জানিয়েছেন কুণাল। বলেছেন, এটি নিজে বেশ মজার স্মৃতি রয়েছে তাঁর এবং সোহার।

বন্ধ করুন