বাংলা নিউজ > বায়োস্কোপ > ৫ বছর পর ছোটপর্দায় খলনায়ক হয়ে ধরা দেবেন কুশল চক্রবর্তী, সৌজন্যে ‘মাধবীলতা’

৫ বছর পর ছোটপর্দায় খলনায়ক হয়ে ধরা দেবেন কুশল চক্রবর্তী, সৌজন্যে ‘মাধবীলতা’

পুষ্পরঞ্জন চৌধুরীর বেশে অভিনেতা কুশল চক্রবর্তী

স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘মাধবীলতা’য় অভিনেতা কুশল চক্রবর্তীকে দর্শক এ বার দেখতে পারে সম্পূর্ণ অন্য রূপে।

কপালে বড় লাল তিলক, চোখে কালো চশমা, ধবধবে সাদা কুর্তা-পাজামা পরে দর্শকের সামনে নতুন বেশে ধরা দিলেন অভিনেতা কুশল চক্রবর্তী। সৌজন্যে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘মাধবীলতা’। ধারাবাবিকে খলনায়কের চরিত্রে দেখা মিলবে অভিনেতার। পর্দায় তাঁর নাম পুষ্পরঞ্জন চৌধুরী।

বড় পর্দা হোক বা ছোটপর্দা সবেতেই সাবলীল কুশল চক্রবর্তী। বিগত ৪-৫ বছর ধরে পর্দায় এক্কেবারে শান্ত মেজাজে এই অভিনেতাকে দেখতে পেয়েছেন দর্শক। এ বার খানিকটা চেনা ছকের বাইরে তিনি। ধরা দেবেন খলনায়কের ভূমিকায়। একজন বাবা-স্বামীর চরিত্রে যেমন পর্দায় নিজেকে মেলে ধরতে সক্ষম, তেমনি দাপুটে খলনায়ক হিসেবেও নতুন শো-এর প্রথম ঝলকেই নজর কেড়েছেন তিনি।

আরও পড়ুন: Madhabilata: জলসায় এবার আদিবাসী মেয়ের গাছ বাঁচানোর গল্প,'যমুনা পার্ট ২' বলে শুরুতেই ট্রোলড 'মাধবীলতা'

‘সর্বজয়া’, ‘গঙ্গারাম’-এ দর্শক কুশল চক্রবর্তীকে দেখেছে পজেটিভ চরিত্রে। প্রায় ৫ বছর পর ছোট পর্দায় ফের খলনায়ক হিসেবে ধরা দেবেন তিনি। এর আগে ‘জড়োয়ার ঝুমকো’ ধারাবাহিকে ছোটপর্দায় শেষ খলচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভালো বাবা থেকে খারাপ বাবার চরিত্রে অভিনয় করবেন, এই রকম-ফের একান্ত জরুরি বলে মনে করেন অভিনেতা।

আদিবাসী মেয়ের গাছ বাঁচানোর গল্প উঠে আসবে এই ধারাবাহিকে। ব্লুজ প্রোডাকশনের এই নয়া ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন ‘জীবন সাথী’ খ্যাত শ্রাবণী ভুঁইয়া। নায়কের চরিত্রে ‘বরণ’-এর রুদ্রিক। পুরুলিয়ায় হবে ধারাবাহিকের শ্যুটিং। খলনায়কের চরিত্রে কতটা দাপট দেখাতে পারবেন কুশল চক্রবর্তী? দেখার জন্য মুখিয়ে টেলি দর্শক।

বন্ধ করুন