বাংলা নিউজ > বায়োস্কোপ > Kuttey First Look: সাত 'কুত্তে'র কে বেশি নজর কাড়ল প্রথম দর্শনে? রাফ অ্যান্ড টাফ অর্জুন নাকি টাবু

Kuttey First Look: সাত 'কুত্তে'র কে বেশি নজর কাড়ল প্রথম দর্শনে? রাফ অ্যান্ড টাফ অর্জুন নাকি টাবু

সাত 'কুত্তে'র কে বেশি নজর কাড়ল প্রথম দর্শনে?

Kuttey First Look: প্রকাশ্যে এল অর্জুন কাপুর, টাবু, নাসিরউদ্দিন শাহ অভিনীত কুত্তে ছবির প্রথম লুক। কে নজর কাড়লেন সব থেকে বেশি?

শুক্রবার প্রকাশ্যে এল আসমান ভরদ্বাজের নতুন ছবি ‘কুত্তে’র প্রথম লুক। অভিনেতা নিজেই এই ছবি প্রকাশ্যে আনলেন। অর্জুন কাপুর তাঁর এই ছবির প্রথম লুক এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাঁর সঙ্গে দেখা যায় নাসিরউদ্দিন শাহ, টাবু, কঙ্কনা সেনশর্মা, রাধিকা মদন, প্রমুখ। এই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, 'এক হাড্ডি অর ৭ কুত্তে। চলো শোরগোল শুরু করা যাক।' এরপর তিনি জানান আগামী ১৩ জানুয়ারি এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।

অর্জুন যে ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে সেখানে নেপথ্যে তাঁর কণ্ঠস্বর শোনা যায়। তিনি বলে ওঠেন, 'মাথায় গুলি করে দে, ব্যাস গল্প শেষ!' কুত্তের যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে অর্জুনকে দেখা গেল একদম রফ অ্যান্ড টাফ লুকে। কঙ্কনার সারা মুখে রক্ত লেগে থাকতে দেখা যায়। রক্ত লেগে থাকা অবস্থায় তিনি বলেন, 'আমি ছাগল, কুকুর তুই আর সিংহ? তোর মালিক।'

অন্যদিকে রাধিকাকে একটা বাড়ির আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায়। তাঁর হাতে একটা বন্দুক ধরা। অভিনেত্রী বলে ওঠেন, 'আমি তোর সঙ্গেই বাঁচতে চাই। তুই আমার সঙ্গে মরছিস না কেন?'

এই ছবিটির প্রযোজনা করেছেন লাভ রঞ্জন, বিশাল ভরদ্বাজ, অঙ্কুর গর্গ এবং রেখা ভরদ্বাজ। তাঁরা এই ছবিটির প্রযোজনা করেছেন লাভ ফিল্মস এবং বিশাল ভরদ্বাজ ফিল্মসের ব্যানারে। গুলশান কুমার এবং ভূষণ কুমার এই ছবিটি নিবেদন করেছেন। কুত্তের গানগুলোর পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। আর সেগুলো লিখেছেন গুলজার। পরিচালনা করেছেন আসমান ভরদ্বাজ। আগামী বছরের ১৩ জানুয়ারি ছবিটি বড়পর্দায় আসছে।

গত বছরই এই ছবির ঘোষণা করা হয়। চিত্রনাট্য লিখেছেন আসমান এবং বিশাল ভরদ্বাজ। এই ছবির হাত ধরেই আসমান পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন। যদিও এর আগে তিনি বিশালের সঙ্গে একাধিক ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। এই ছবিগুলোর মধ্যে আছে সাত খুন মাফ, পাটাখা, ইত্যাদি।

বন্ধ করুন