কিছু মাস আগেই মুক্তি পেয়েছিল পারিয়া। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবিতে খলনায়ক বা বলা ভালো পারিয়া অর্থাৎ পথ কুকুরদের শত্রু হিসেবে দেখা গিয়েছিল সৌম্য মুখোপাধ্যায়কে। কিন্তু এবার সেসব অতীত! নতুন রূপে নতুন ছবি নিয়ে আসছেন তিনি। আর পারিয়ার কথা কেন তুললাম? কারণ অভিনেতার এই ছবির মুখ্য চরিত্রও কিন্তু সেই সারমেয়! তাঁর এই নতুন ছবির নাম কুট্টুস।
কুট্টুস ছবির পোস্টার
আসছে নতুন বাংলা ছবি কুট্টুস। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবিটির পোস্টার এদিন অর্থাৎ ১ মে, বুধবার প্রকাশ্যে এল। সেখানে দেখা যাচ্ছে একটি পাহাড়ের খাদের কিনারে পাশাপাশি বসে আছে যুগল। দুজনের পরনেই শীত পোশাক। আর তাঁদের মাঝে ঘাসের উপর বসে আছেন একটি সাদা কুকুর।
আরও পড়ুন: 'আমি হয়তো হারিয়েই যেতাম, যদি না...' অনুষ্কার জন্মদিনে আবেগঘন পোস্ট বিরাটের, প্রকাশ্যে আনলেন কোন সত্য?
আরও পড়ুন: ৬৫ - তে পা অপুর সংসারের! সৌমিত্রের বিপরীতে প্রথম ছবিতে শর্মিলা কত পারিশ্রমিক পেয়েছিলেন জানেন?
এই ছবিটিতে অন্যতম মুখ্য ভূমিকায় অর্থাৎ টিনটিনের চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। কিন্তু নায়িকা কে হবেন সেটা এখনও অজানা। ছবিটির প্রযোজনা করছেন সপ্তর্ষি সেন এবং শুভদীপ ভৌমিক। এসএমভি স্টুডিও এটির নিবেদন করেছেন। জানা গিয়েছে ২০২৪ সালেই মুক্তি পাবে এই ছবিটি। সৌম্য মুখোপাধ্যায় নিজেও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ছবির পোস্টার শেয়ার করেছেন সকলের সঙ্গে।