প্রেম নিয়ে লুকোছাপার শেষ নেই নায়িকাদের। কিন্তু হাঁড়ির খবর বার করতে ওস্তাদ রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ১-এর মঞ্চে এসে বহু নায়িকাই সোলে ট্রিপের গল্প শোনান সঞ্চালিকাকে, সঙ্গে দারুণ সব ছবিও দেখান। যা দেখে ধন্দে দিদি। সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে দেখা মিলল ‘কার কাছে কই মনের কথা’র দুষ্টু প্রতীক্ষার। আরও পড়ুন-'বাচ্চা ছেলে' বিরসার গাল টিপতেন বিদিপ্তা, বান্ধবীর ছেলের সঙ্গে কীভাবে শুরু প্রেম?
শিমুলের শান্তি ভঙ্গ করতে ওস্তাদ সে। এই মেগায় পুরোদস্তর নেগেটিভ চরিত্রেই দেখা যাচ্ছে কুয়াশাকে। বাস্তবে কিন্তু ভারী মিষ্টি আর সংসারী মেয়ে সে। রচনার প্রশ্নের জবাবে কুয়াশা বলেন, তাঁর দুটো দিক আছে। তিনি সংসারের কাজ করতে ভালোবাসেন। আবার তাঁর একটা বোহেমিয়ান দিক আছে, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন ব্যাগ-পত্তর গুছিয়ে। এরপরই জানান, তিনি গোয়ায় একটানা ২১ দিন, কিংবা হিমাচলের পাহাড়ে একটানা ৪০ দিন কাটিয়েছেন।
আরও পড়ুন-‘ছেলেবেলায় ঘনিষ্ঠ ছিলাম..’, সলমনের সঙ্গে রোজ কথা হয় না আরবাজের, সুরার জন্যই দূরত্ব?
কুয়াশা বলেন, ‘আমার দুটো সাইড রয়েছে। একটা দিক খুব সংসারি, আবার একটা দিক একদম বোহেমিয়ান। আমি গোয়ায় গিয়ে ২১ দিন থেকেছি, হিমাচলে একটানা ৪০ দিন কাটিয়েছি…’। কাজ না থাকলেই ট্রিপে বেরিয়ে পড়েন তিনি। সোলো ট্রিপে ছবি কে তুলে দেন? প্রশ্ন শুনে তাঁর জবাব, ‘অনেক সোলো ট্রাভেলার থাকে, তারা তুলে দেয়’।
তবে বাস্তব জীবনে মোটেই একা নন কুয়াশা। গত বছরের শেষে সৌভিক ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। তিনিও ইন্ডাস্ট্রির অন্দরের মানুষ। রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসে লেখক হিসাবে কাজ করেন সৌভিক। কুয়াশার জীবনের একমাত্র সূর্যের কিরণ সৌভিক।
ভালোবাসায় সিলমোহর দিয়ে কুয়াশা লিখেছিলেন, 'এই বছর আমাদের জীবনের সবচেয়ে জরুরি, আর গুরুত্বপূর্ণ এবং সুন্দর সংযোজন…. আমার প্রিয়, এই বছরটা তোমার সঙ্গে দুর্দান্ত কাটল। আর একদিন বাকি, নতুন বছর শুরুর। আমি সেইদিকে তাকিয়ে রয়েছি। একসঙ্গে নৈশভোজ আর প্রাতঃরাশ সারা, সিনেমা দেখা, রিমোট নিয়ে লড়াই… আরও অনেক কিছু। কিন্তু একসঙ্গে ছুটি কাটানোর বক্সে এখনও টিক পড়ল না। আশা করছি সেটা নতুন বছরে ঘটবে।’
কুয়াশাকে এর আগে দেখা গিয়েছে কালার্স বাংলার ‘রামকৃষ্ণ’ ধারাবাহিকে। বাংলা মিডিয়াম ধারাবাহিকেও ছিলেন নেতিবাচক চরিত্রে। তবে কার কাছে কই মনের কথার আগে তাঁর সবচেয়ে জনপ্রিয় কাজ-'আয় তবে সহচরী'। সেখানেও নেগেটিভ লিড করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি করেন কুয়াশা মডেলিংও।