মার্কিন মুলুকের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে এবার বাধা পড়ল অস্কারেও। পুরস্কার প্রদানকারী সংস্থাটি সোমবার জানিয়েছে, তারা বর্তমান পরিস্থিতির কারণে অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ বাতিল করছে।
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একইসঙ্গে মনোনয়নের ঘোষণা সম্পূর্ণ অনলাইনে করারই সিদ্ধান্ত নিয়েছে। কারণ বর্তমানে মনমেজাজ একেবারেই ভালো নেই হলিউডের। এমন বিষণ্ণ সময়ে কিছুতেই আর জমবে না রেড কার্পেট। অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘দাবানলের প্রভাব এবং আমাদের কমিউনিটির অনেকের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা সবাই বিধ্বস্ত। একাডেমি সবসময় চলচ্চিত্র শিল্পের মধ্যে একতা আনার কাজ করেছে। এবং আমরা এই কঠিন সময়কে কাঁধে কাঁধ রেখে পার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মনোনয়ন ঘোষণা হবে ভার্চুয়াল ইভেন্ট
২৩ জানুয়ারি ভার্চুয়াল ইভেন্টে অস্কার ফাইনালিস্টদের নাম ঘোষণা করা হবে বলে অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে। বন্ধ থাকবে মনোনীতদের মধ্যাহ্নভোজ।
লস অ্যাঞ্জেলেসের আশপাশের ভয়াবহ দাবানলে অন্তত ২৪ জন নিহত ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। দাবানল ছড়িয়ে পড়ার সাত দিন পরও ৯২ হাজার মানুষ বাস্তুচ্যুত। ব্যাপক হারে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ এখনও বহাল রয়েছে।
অ্যান্থনি হপকিন্স, মেল গিবসন এবং বিলি ক্রিস্টাল-সহ হলিউড তারকারা আগুনে তাদের বাড়িঘর হারিয়েছেন। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে টিভি এবং চলচ্চিত্রের জন্য কাজ।
২০২৫ সালের অস্কারে নিঃসন্দেহে ছাপ ফেলবে এই ভয়াবহ ঘটনা। চটকদার প্রিমিয়ার, গালা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, সব মিলিয়ে একেবারে জমজমাট থাকে অস্কার। তবে এমন একটি শহর, যা যা টিভি এবং চলচ্চিত্রে কাজ করে এমন ৬ লাখ লোকের আবাসস্থল, সেই শহরের এমন বিপর্যয়ের ছাপ যে এবার অস্কারেও পড়বে, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।
একাডেমির তরফে সোমবার জানানো হয়েছে, ২ মার্চ ডলবি থিয়েটারে ফার্স্ট রেসপন্ডাররা উপস্থিত থাকবেন। ‘আমাদের সদস্যরা সর্বদা সম্প্রদায় হিসাবে একত্রিত হওয়া কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছে। এবং আমরা আমাদের স্থিতিস্থাপক এবং সহানুভূতিশীলতাকে কাজে লাগাতে এই সুয়োগটি ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আমাদের ফ্রন্টলাইন কর্মীদের যারা অগ্নিকাণ্ডে সহায়তা করেছেন তাদের সম্মান জানাতে, ক্ষতিগ্রস্থদের হাতে সাহায্য তুলে দিতে, এবং ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য একাডেমিতে যোগদান করার ব্য়াপারে উৎসাহিত করতে চাই।’
হবে গ্র্য়ামিও
একই সঙ্গে, 'দ্য গ্র্যামি'ও পরিকল্পনা অনুযায়ী চলবে এবং টেলিভিশনে প্রচারিত হবে বলে সোমবার জানিয়েছেন আয়োজকরা। আর এই মঞ্চেও বিয়ন্সে, টেইলর সুইফট, বিলি আইলিশ এবং কেনড্রিক লামারের মতো মনোনীতদের সম্মান জানানোর পাশাপাশি ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য নগদ অর্থ সংগ্রহ ও দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।