বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 'লাল সিং চাড্ডা'। ছবির পরিচালক অদ্বৈত চ সঙ্গে আমির খানের বন্ধুত্বেও নাকি ফাটল ধরেছে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে ভেসে আসছে এমনই গুঞ্জন।
শোনা গিয়েছিল, খুব সচেতন ভাবেই একে অপরের থেকে দূরত্ব বজায় রাখছিলেন তাঁরা। দু'জনের কথাও নাকি বন্ধ ছিল। তবে যাবতীয় চর্চাকে এ বার তুড়িতে ওড়ালেন অদ্বৈত। আমিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরিচালক লিখেছেন, 'যাঁরা আমির স্যরের সঙ্গে আমার বিবাদ নিয়ে কথা বলছেন, তাঁদের একটা জানিয়ে দিতে চাই। আমাদের মধ্যে এ রকম কিছু হওয়া সম্ভব নয়। কারণ জিনি-আলাদিন, বালু আর মোগলি, অমর আর প্রেমের মতো সম্পর্ক আমাদের।'
ছবিতে দেখা যাচ্ছে, একটি সার্ফিং বোর্ড ধরে দাঁড়িয়ে রয়েছেন আমির এবং অদ্বৈত। দু'জনের পরনেই কালো পোশাক, মুখে চওড়া হাসি। দু'জনের বন্ধুত্ব যে আগের মতোই রয়েছে, তা ছবি দেখে ভালোই আঁচ করতে পারছেন অনুরাগীরা।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ফরেস্ট গাম্প'-এর আদলে তৈরি হয় 'লাল সিং চাড্ডা'। টম হ্যাঙ্কসের জুতোয় পা গলিয়েছিলেন আমির। তাঁর বিপরীতে ছিলেন করিনা কাপুর খান। কিন্তু বহু প্রচার সত্ত্বেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি ছবিটি। বিশ্ব জুড়ে মাত্র ৮৮ কোটির ব্যবসা করে 'লাল সিং চাড্ডা'। এর পরেই আমির এবং অদ্বৈতের বিতণ্ডার খবর চাউর হয় চারদিকে। শোনা গিয়েছিল, আর একসঙ্গে কাজ করবেন না তাঁরা। তবে এই পোস্টার মাধ্যমে সেই গুঞ্জনেই ইতি টানলেন ছবির পরিচালক।