বৌমা-শাশুড়ির চুলোচুলি, কিংবা স্বামীর পরকিয়ায় নাজেহাল স্ত্রীর গল্প বা লড়াকু মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প দেখে কিছুটা ক্লান্ত, তাহলে কোমর বেঁধে নিন। আপনার এন্টারটেনমেন্টের ডেইলি ডোজে নতুন মশলা যোগ করবে জি বাংলার নতুন মেগা ‘লালকুঠি’। হ্যাঁ, নতুন বছর শুরুর পর থেকেই একের পর এক নতুন মেগা আসছে ছোট পর্দায়। সেই তালিকায় যোগ হল আরও একটি নাম ‘লালকুঠি’। আর সিরিয়ালের প্রথম প্রোমোতেই থাকল বড় চমক। এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন ‘দেশের মাটি’র মাম্পি। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের নায়িকা হয়ে এবার ফিরলেন রুকমা রায়। স্টার জলসার কন্যেকে জি বাংলায় দেখে চমকে গেছেন অনেকেই। তবে প্রিয় নায়িকার কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা।
দিন কয়েক আগেই জি বাংলায় শুরু হয়েছে ‘পিলু’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘গৌরী এলো’র মতো ধারাবাহিক। এবার একদম ভিন্ন জঁর গল্প নিয়ে হাজির চ্যানেল। বোঝাই যাচ্ছে এক নম্বর স্থান ফিরে পেতে কোনও খামতি রাখতে চায় না চ্যানেল কর্তৃপক্ষ।
কেমন হবে এই সিরিয়াল? সাসপেন্স থ্রিলার বা হরর জঁর সিরিয়াল হবে এটি। সুবিশাল ‘লালকুঠি’তে বৃষ্টিভেজা রাতে একাকী ধরা দিলেন রুকমা। সেই কুঠির বাইরে এসে থামে এক গাড়ি। লাল শাড়িতে কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য সেজেগুজে রেডি অভিনেত্রী। নতুন কনেই মনে হল তাঁর সাজ দেখে। ‘বৃষ্টিটা একটু ধরলেই আসছি’, ফোনের ওপারে কাউকে এমনটাই জানায় সে। এর মাঝেই গুনগুন করে গান ধরে ‘ও গো মায়া ভরা চাঁদ’। তবে আচমকাই কোনও ছায়াশরীর যেন পিছন দিয়ে হেঁটে যায়। এরপর এক গা থমথমে পরিবেশ। কুঠির দরজা দমকা হওয়ায় বন্ধ হয়ে যায়, সেগুলো টেনে খোলবার চেষ্টা করেও ব্যর্থ রুকমা। তারপর…. সেই রহস্যই উঠে আসবে ‘লালকুঠি’তে।
কোন স্লটে আসবে ‘লালকুঠি’? জল্পনা ‘কড়ি খেলা’র জায়গা নিতে পারে এই সিরিয়াল। তবে এখনও এই নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য মেলেনি। তবে রাতের স্লটেই আসবে রুকমা রায়ের নতুন সিরিয়াল।