দীর্ঘ ১৪ বছর পর পরিচালকরে আসনে ফিরে ‘ধুম মাচিয়েছেন’ কিরণ রাও। লাপতা লেডিজ বক্স অফিসে ভালো ফল করার পর এখন অস্কারের মঞ্চে ভারতের অফিসিয়্যাল এন্ট্রি। সবস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে কিরণের এই ছবি। সম্প্রতি কারিনা কাপুরের 'মির্চি প্লাস' শো 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এ উপস্থিত ছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী। সেখানেই কিরণ আফসোসের সুরে জানান, তাঁর সাফল্যের জন্য মানুষ সব ক্রেডিট প্রাক্তন স্বামীকে দেন, যা দুর্ভাগ্যজনক। আরও পড়ুন-‘বিয়ে নারীকে দমিয়ে রাখে, আমিই সিদ্ধান্ত নিই…', আমিরের সঙ্গে ডিভোর্স নিয়ে কিরণ
শো-এর একটি সেগমেন্টে কিরণের হাতে ‘লো’ এবং 'গ্লো' লেখা প্ল্যাকার্ড তুলে দেন কারিনা। এরপর প্রশ্ন করেন, ‘আপনার সাফল্যের কৃতিত্ব আমির খানের’, এই প্রশ্নের উত্তরে কিরণ 'লো' প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন। তিনি এটিকে আরও ব্যাখ্যা করে বলেন, তিনি তাঁর জীবনের সাফল্যের কৃতিত্ব অনেকক্ষেত্রেই আমিরকে দেন, কিন্তু অন্যরা যখন এটি বলে তা ঠিক নয়।
তিনি বলেন, ‘ব্যাপারটা হলো, আমার মনে হয় এটা স্বাভাবিক কারণ আমির এমন একজন শিল্পী যিনি উঁচু দরের কাজ করেন, তাই আপনি কৃতিত্ব দেন। ব্যক্তিগতভাবে, আমির এমন একজন সঙ্গী, যিনি আমার জীবনের সাফল্যের জন্য সর্বদা সহায়ক, বৌদ্ধিকভাবে তাঁর সঙ্গে আমার ভাবনা মেলে। আমার জীবনে তার একটা হাত আছে, কিন্তু অন্যরা আমার অর্জনকে শুধু তাঁরই কৃতিত্ব বলে দেগে দেয়, যা ঠিক নয়। তবে আমার মনে হয় অনেক মহিলাকেই তাঁদের জীবনে এমন পরিস্থিতির শিকার হতে হয়’।
একই সাক্ষাত্কারে, কিরণ বলেন, আমির যখন ‘লম্বা লেকচার' দেন তা ‘কিছুতেই সহ্য করতে পারেন না’। আমিরের এই আচরণ ‘ম্যানসপ্লেইনিং’-এর কাছাকাছি আসে বলেও মত কিরণের। যখন কোনও পুরুষ কোন কিছু সম্পর্কে কোনও মহিলাকে বোঝানোর জন্য একটি সংবেদনশীল , অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং প্রায়শই ভুল বা অতি সরলীকৃত পদ্ধতি অবলম্বন করেন তাকে বলে ‘ম্যানসপ্লেইনিং। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন কিরণ ও আমির। তিন বছর আগে বিচ্ছেদের ঘোষণা সারেন দুজনে। তাঁদের একমাত্র সন্তান আজাদ রাও খান।
কিরণের সাম্প্রতিক ছবি
'লাপাতা লেডিস' অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। নীতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম এবং রবি কিষাণ অভিনীত ছবিটি মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিরণ ২০১১ সালে ধোবি ঘাট চলচ্চিত্রের মাধ্যমে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। এরপর দীর্ঘ অপেক্ষা শেষ পরিচালকের আসনে ফিরেছেন।