কিং খানের নায়িকা হবে, এমন স্বপ্ন কার না থাকে? বলিউডে সদ্য পা দেওয়া ছোট্ট ‘ফুল’ এরও তাই ইচ্ছা। নীতাংশি গোয়েল , যিনি সম্প্রতি কিরণ রাও -এর পরিচালনায় ' লাপাতা লেডিস' -এ ফুলের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন , সম্প্রতি শাহরুখ খানের পরবর্তী মহিলা হওয়ার জন্য তাঁর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সুপারস্টারের জন্য ভরিয়ে দিয়েছেন গভীর প্রশংসাও।
রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে তিনি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীতাংশি। তিনি বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সর্বাধিক আগামী ৫-৬ বছরের মধ্যে, যতই দীর্ঘ সময় লাগুক না কেন? আমি পরবর্তী লেডি শাহরুখ খান হতে চাই।’
আরও পড়ুন: (করিনা থেকে আলিয়া: যে বলিউড তারকারা নিজের বিয়ের জন্য বেছে নেন ঘরোয়া অনুষ্ঠান)
‘তিনি যেভাবে কথা বলেন, তাঁর সাক্ষাত্কার, যেভাবে তিনি সবার মন জয় করেছেন, আমিও তাঁর মতো সবার মন জয় করতে চাই।’ একই সাক্ষাৎকারে নীতাংশি মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি জানান যে, তাঁর মুম্বইতে প্রথম বিজ্ঞাপনটি বিগ বি-এর সঙ্গে ছিল তিনি এই ভেবে আনন্দ পান, কিভাবে অমিতাভ নিজেই তাঁর সঙ্গে নিজে থেকে কথোপকথন শুরু করেন, এমনকি শ্যুটিং শেষ হওয়ার পরে তিনি উপস্থিত প্রতিটি শিশুর সাথে একটি করে সেলফি তোলার জন্য সময় দিয়েছিলেন।
আরও পড়ুন: (পোর্টোফিনোতে চোখ ধাঁধানো আম্বানিদের পার্টি, দেখে নিন জাঁকজমকপূর্ণ ক্রুজের ১০ ছবি)
নীতাংশি বলেছেন, ‘তিনি নিজেই আমার কাছে এসে বললেন, ‘এসো, রিহার্সাল করি।' আমি বললাম, 'হ্যাঁ, হ্যাঁ।' তিনি হাঁটু গেঁড়ে বসেন। তিনি নিজের বিশাল উচ্চতর সঙ্গে আমার উচ্চতা মেলান। এখানেই শেষ নয়, তিনি বলেন, 'এই মেয়েটির দুর্দান্ত সুন্দর অভিব্যক্তি।' আমি খুব খুশি ছিলাম কারণ অমিতাভ বচ্চন স্যার আমার অভিনয় পছন্দ করেছেন।’
লাপাতা লেডিস একই ট্রেন থেকে হারিয়ে যাওয়া দুই যুবতী বধূর দুঃসাহসের গল্প বলে। হাস্যরস এবং হৃদয়গ্রাহী মুহূর্তগুলির মিশ্রণ প্রদান করে এই ছবি। ‘ফুল’ চরিত্রে নীতাংশি গোয়েলের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, যা ইন্ডাস্ট্রিতে তাঁর স্থানকে আরও শক্তিশালী করেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: (বলিউডে ১০ বছর পূর্তি উপলক্ষে অনুরাগীদের কাছে ধরা দিলেন, আনন্দে বিহ্বল কিয়ারা)
২০১৫ সালে মাত্র ৮ বছর বয়সে নীতাংশি ‘মিস প্যান্টালুনস জুনিয়র ফ্যাশন আইকন ২০১৫’ খেতাব জেতেন। এরপর দেখা দেন ‘ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইক’–এ। কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। পরের বছর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। এরপর বলিউডের বেশ কিছু সিনেমায় অল্প সময়ের জন্য শিশুশিল্পী হিসেবে দেখা দেন। সেই হিসেবে প্রধান চরিত্রে ‘লাপাতা লেডিস’ দিয়েই তাঁর অভিষেক হল। আর প্রথম ছবিতেই বাজিমাত। ছোটবেলা থেকে অভিনেত্রীই হতে চেয়েছেন নীতাংশি। মাত্র ৯ বছর বয়সেই টেলিভিশনে অভিনয় শুরু করেন। মাত্র ১৬ বছরেই ইনস্টাগ্রামে নীতাংশির ফলোয়ার্স এক কোটি তিন লাখের বেশি। সবচেয়ে কম বয়সী ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলোয়ার্স নীতাংশির!