বক্স অফিসে দুর্দান্ত সফল কিরণ রাও-এর লাপাতা লেডিজ, বর্তমানে নেটফ্লিক্স কাঁপাচ্ছে বউ বদলের প্রেক্ষাপটে সাজানো এই গল্প। ‘লাপাতা লেডিজ’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর বাঙালিদের মনে পড়েছিল রবি ঠাকুরের ‘নৌকাডুবি’র কথা। কিন্তু যাঁরা লাপাতা লেডিজ দেখে ফেলেছেন সকলেই জানেন, একমাত্র ঘোমটার আড়ালে থাকা বউ বদলে যাওয়া ছাড়া কিরণের ছবির সঙ্গে নৌকাডুবির কোনও মিল নেই।
কিন্তু 'লাপাতা লেডিজ' নিয়ে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা অনন্ত মহাদেবন বিস্ফোরক দাবি করেছেন। তাঁর কথায়, এই ছবির কাহিনির সঙ্গে মিল রয়েছে তাঁর অভিনীত ছবি ‘ঘুনঘাট কে পট খোল’-এর। সম্প্রতি মিড-ডে-র সঙ্গে কথা বলার সময় অনন্ত আরও জানান, কয়েক মাস আগে পর্যন্ত ইউটিউবে যে ঘুংঘাট কে পাত খোল পাওয়া যেত, তা এখন আর নেই।
লাপাতা লেডিস সম্পর্কে অনন্ত
অনন্ত বলেছিলেন, 'এটি খুব কাকতালীয় বলে মনে হচ্ছে। লাপাতা লেডিস দেখেছি, শুরুর মতো অনেক ঘটনাও একই। আমাদের ছবিতে দেখা যায়, শহরের একটি ছেলে তার গ্রামে যায় বিয়ে করতে। রেলওয়ে স্টেশনে এই গোলমাল ঘটে যখন তিনি ঘোমটার আড়ালে থাকা নববধূকে একটি বেঞ্চে অপেক্ষা করতে বলেন। ফিরে এসে সে ভুল বউয়ের সাথে যোগ দেয়। যে দৃশ্যে পুলিশ (রবি কিষাণ) মহিলার (ফুল,নীতাশি গোয়েল) ছবি দেখে এবং ঘুনঘাটে থাকার কারণে কিছুই বুঝতে পারে না, সেই দৃশ্যটি আমার ছবিতে রয়েছে। ফারাক হল ঘোমটা ঢাকা নতুন বউয়ের ছবি ওখানে পুলিশ নয়, অন্য একটি চরিত্র দেখে।
তবে গল্পের বুনোট কিন্তু মোটেই এক ধরণের নয়। বর্তমানে অনলাইনে এই ছবিটি দেখা যাবে না। তবে ঘুনঘাট কে পাট খোলে, দুই মহিলা নিজের ভুল সংশোধন করলেও বুঝতে পারে অন্যের সঙ্গীর প্রতি তাঁদের অনুভূতি রয়েছে। চারটি চরিত্র বিয়ে ভেঙে, সঙ্গী বদলে ফের বিয়ে করে। অনন্ত মহাদেবন বলেন দুই ছবির প্রেক্ষাপট, পরিস্থিতি এবং বেশ কয়েকটি দৃশ্য একই রকম।
অনন্তের দাবির পালটা জবাব লাপাতা লেডিজ টিমের
কিরণের ছবির গল্প লিখেছেন বাঙালি চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। তিনি পালটা বলেন, ‘আমি এক দশক আগে এই ছবির সিনোপসিসটি লিখেছিলাম। আমার গল্প, চিত্রনাট্য, সংলাপ, চরিত্রায়ন সবই শতভাগ মৌলিক। আমি কোনও গল্প, সিনেমা বা উপন্যাস থেকে অনুপ্রাণিত হইনি। আমি অনন্ত মহাদেবনজীর সিনেমা দেখিনি। কিছুদিন আগে জানতে চাওয়া হয়েছিল, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা উপন্যাস নৌকাডুবি থেকে অনুপ্রাণিত কিনা। লেখার মৌলিক নৈতিকতা আমাদের শেখানো হয়, আমি অন্য কারও গল্প নকল করব না’।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি লাপাতা লেডিজ। গ্রামীণ ভারতের দুই সদ্য বিবাহিতা যুবতীর গল্প উঠে এসেছে ছবিতে। বিয়ের পর একই ট্রেনে করে শ্বশুরবাড়ি যাচ্ছে তাঁরা। একজনের দু-চোখে নতুন সংসারের স্বপ্ন, অন্যজন নিজের স্বপ্নের গলা টিপে হত্যা করে মায়ের মুখ চেয়ে বিয়ের পিঁড়িতে বসেছে। তারপরেই কাহিনিতে টুইস্ট।
আমির খান প্রোডাকশনস, কিন্ডলিং পিকচার্স এবং জিও স্টুডিওর ব্যানারে তৈরি এই ছবি ১লা মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিম করছে এই ছবি।