সালটা ২০১৪। চতুষ্কোণ ছবিটির পাশাপাশি দারুণ জনপ্রিয় হয়েছিল এই ছবির গান বসন্ত এসে গেছে। নতুন একটি গলায় সেই গান লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সেটাই ছিল লগ্নজিতা চক্রবর্তীর উত্থান। আর সেই গানই কিনা এখন আর গাইতে ভালোবাসেন না গায়িকা! কী বললেন?
আরও পড়ুন: ‘টেকনিক্যালি খারাপ বলে পায়েল কাপাডিয়ার ফিল্মকে অস্কারে পাঠাইনি', বললেন ভারতের জুরি প্রধান জাহ্নু
বসন্ত এসে গেছে নিয়ে কী জানালেন লগ্নজিতা?
এদিন সন্দেশ নামক একটি পডকাস্ট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লগ্নজিতা চক্রবর্তী। সেখানেই তিনি অকপটে জানান যে তাঁর আর বসন্ত এসে গেছে গাইতে ভালো লাগে না। এই বিষয়ে তিনি জানান, 'ভূমির সুরজিৎ দা, যদিও এখন তো আর ভূমি বলা যাবে না। (ব্যান্ড ভেঙে গিয়েছেন। সুরজিৎ চট্টোপাধ্যায় ভূমি থেকে বেরিয়ে নিজের দল, ব্যান্ড তৈরি করেছেন সুরজিৎ ও বন্ধুরা) সুরজিৎ দার সঙ্গে কোথাও একটা বসে আড্ডা মারছি। আড্ডা মারতে মারতে বললাম যে উফ, আমার না বসন্ত এসে গেছে গাইতে আর ভালো লাগে না। কতদিন যে গাইতে হবে!'
এরপর গায়িকা আরও বলেন, 'তখন সুরজিৎ দা আমায় বলল, একটা কথা ভাব। তোর যদি বসন্ত গাইতে এরম লাগে, আমার তাহলে বারান্দায় রোদ্দুর গাইতে কিরকম লাগে? আমি তো তোর অন্তত ১৫ বছর আগে থেকে গাইছি। এবং গেয়ে যেতে হবে।'
লগ্নজিতা চক্রবর্তী জানান সুরজিৎ চট্টোপাধ্যায়ই তাঁকে বুঝিয়েছেন যে বসন্ত এসে গেছে গানটি তাঁর লক্ষ্মী। এই বিষয়ে তিনি বলেন, 'লগ্ন বসন্ত হচ্ছে তোর লক্ষ্মী। যতদিন বেঁচে থাকবি, ততদিন গাইতে হবে। এবং যতবার গাইবি মন দিয়ে প্রাণ দিয়ে গাইবি কারণ এটাই তোকে তৈরি করেছে।'
আরও পড়ুন: 'হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক' পুষ্পা ২-র জন্য হল পাচ্ছে না খাদান-সন্তান? অভিযোগ উঠতেই প্রতিবাদ কুণালের
লগ্নজিতা চক্রবর্তী বসন্ত এসে গেছে গানটির পর আরও একাধিক হিট গান তাঁর অনুরাগীদের উপহার দিয়েছেন। তালিকায় আছে, হৃদয়ের রং, বেহায়া, প্রেমে পড়া বারণ, এভাবে গল্প হোক, ইত্যাদি।