একজন বাংলার সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী, আরেকজন আঁকার। কাদের কথা বলছি? লগ্নজিতা চক্রবর্তী এবং সনাতন দিন্দা। আর সনাতন দিন্দার করা পুজো থিম বা ঠাকুর মানেই সেটার প্রতি মানুষের আলাদা আকর্ষণ। এ হেন শিল্পী সম্প্রতি আরজি করের নির্যাতিতাকে নিয়ে একটি আঁকা উপহার দিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে। সেই কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে কী জানালেন তিনি?
কী জানালেন লগ্নজিতা চক্রবর্তী?
এদিন লগ্নজিতা চক্রবর্তী উপহার পাওয়া ছবিটির ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে সনাতন দিন্দার আঁকা ছবিটিতে দেখা যাচ্ছে দেবী মূর্তির রুদ্ররূপ! রাগত ত্রিনয়ন, দুই হাতে ধরা খাঁড়া, ত্রিশূল। আরেক হাতে ধরা পেটের নাড়িভুঁড়ি।
এই ছবিটি পোস্ট করে বসন্ত এসে গেছে গায়িকা লেখেন, ' আমি যখন বড় হয়ে উঠছি একটা সাধারণ মিডিল ক্লাস পরিবারে, তাও সাদামাটা একটা পাড়ায়, তখন আমি কল্পনাও করতে পারিনি যে আমার বাড়িতে সনাতন দিন্দার আঁকা থাকতে পারে। আপনি কি ভাবছেন আপনি এখনও কিনতে পারি সেটা বা কেনার সামর্থ আছে? না, আমার নেই সেটা। কিন্তু সেটাই তো জীবনের ম্যাজিক। আপনি যখন কিছু কিনতে পারেন না, তখন শিল্পী নিজে গাড়ি চালিয়ে আপনার বাড়ি আসে যাতে ফ্রেমের ক্ষতি না হয় আর তাঁর এই শিল্প আপনাকে উপহার দেয় যেটা টাকা দিয়ে কোনও ভাবেই কেনা যায় যায় না।'
এদিন লগ্নজিতা তাঁর পোস্টে আরও লেখেন, 'এই ছবিটা অবশ্যই অভয়া / তিলোত্তমার একটা এক্সটেন্ডেড ভার্সন। ফলে বুঝতেই পারছেন এখন আমার বাড়ির দাম প্রায় কোটিতে। ধন্যবাদ সনাতন দা। ধন্যবাদ সোমনাথ কাকু আমাকে করোনার সময় সনাতন দার সঙ্গে আলাপ করানোর জন্য। পুনশ্চ, শিল্পী আমায় একটা সাজেশন দিয়ে গেছেন। বলছেন এই ছবিতে ঘরের ভিতর রাখিস না। বাইরে রাখিস। ওই চোখগুলোকে তোকে চালিত করতে দিস না।'
আরও পড়ুন: বর্তমান সিরিয়ালের নায়করা 'রেডিমেড অভিনেতা', দাবি শাশ্বতর! কেন বললেন, 'ওদের দেখলে কষ্ট হয়'?
কে কী বলছেন?
অনেকেই লগ্নজিতার পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনি খুব একজন লাকি মানুষ যিনি সনাতন দিন্দার মতো শিল্পীর কাছ থেকে এমন এক অসাধারণ সৃষ্টির ছবি পেলেন। দারুন খবর। আপনি পাওয়ার যোগ্য তাই আপনি পেলেন। অভিনন্দন।' আরেকজন লেখেন, 'অপূর্ব, আরও অপূর্ব প্রেরক ও প্রাপকের মাঝখানের প্রাপ্তির সুতোটা। ওই যে আপনি বললেন ওটাই জীবনের ম্যাজিক। ভালো থাকবেন আর সুরে ভরিয়ে দেবেন আমাদের।' তৃতীয় ব্যক্তির মতে, 'আপনি এটার যোগ্য।'