কদিন আগেই গায়িকা উজ্জয়নী মুখোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। যেখানে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, তিনি, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য, উজ্জয়িনী মুখোপাধ্যায় যদি এক জায়গায় শো করতে যান, তাহলে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থেকে যান প্রাক্তন সারেগামাপা বিজয়ী। এদিকে উজ্জয়িনীর গায়িকি নিয়ে সন্দেহপ্রাকশ করার কোনো জায়গাই নেই। লগ্নজিতার এই পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। এদিকে কেউ কেউ আবার ট্রোল করে লিখতে থাকেন, ‘বেস্ট ফ্রেন্ড’ উজ্জয়নীর জনপ্রিয়তা বাড়াতেই নাকি লগ্নজিতার এই কৌশল।
এবার ফের মুখ খুললেন লগ্নজিতা। তিনি লিখলন, ‘একটা কনফেশন করার রয়েছে। সবাই বলছে, আমি আর উজ্জয়নী মুখোপাধ্যায়দি বোধহয় বেস্ট ফ্রেন্ড, তাই আমি এটা (কেন গায়িকার সাক্ষাৎকার নেওয়া হয় না) এসব বলেছি। না আমরা বেস্ট ফ্রেন্ড নই।’
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন-সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাকেন উজ্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজিতা
এরপর লগ্নজিতা আরও বলেন, ‘এই ১০ বছরে না আমি ওর বাড়ি গেছি একবারও, না ও আমার বড়ি এসেছে একবারও। অনেকেই ডিজার্ভিং হয়। কিন্তু ডিজার্ভ করা সত্ত্বেও, মানুষ ধৈর্য ধরতে পারে না। নানা ধরনের অসৎ উপায় মানুষ বেছে নেয়। তাঁরা নিজেরা কতটা যোগ্য, জেনেও এটা করে। কারণ তাঁরা মন আর মাথাকে বোঝাতে পারে না ধৈর্য ধরার কথা।’
‘এই অপেক্ষা করাও কিন্তু একজন গুণী শিল্পীর লক্ষণ। আমি এরকম অনেকক চিনি যারা অসৎ উপায় নিয়ে উপরে উঠে গছে। বেশি খারাপ লাগে তাঁদের জন্য, যারা ডিজার্ভ করা সত্ত্বেও, শুধু অপেক্ষা করতে পারছে না বলে, অসৎ পথ অবলম্বন করে। আর উজ্জয়নীদির জন্য গলার আওয়াজ তুলেছি কারণ ও ডিজার্ভিং, কখন অসৎ পথ অবলম্বন করেনি। আমার সেই সব মানুষকে ভালোলাগে যারা ব্যক্তিগত ও কাজের জায়গা আলাদা রাখে। আমি নিজে এরকম একজন মানুষ। উজ্জয়নীদিও তাই। আরও অনেকে আছে, যারা নিজের বর বা বউ, বা প্রেমিক বা প্রেমিকা, কারও ছবি কখনো দেয়নি সোশ্যাল মিডিয়াতে। ব্যক্তিগত সম্পর্ককে দেখিয়ে, কাজর জায়গায় মুনাফা নেওয়ার কথা অনেকেই ভাবতে পারে না। অনেকে আছে। আমার ওই ধরনের মানুষদের ভালোলাগে। অর্থাৎ কী বোঝা গেল, এখানেকোনো নেপোটিজম নেই। আমি এই ধরনের মানুষদের ভালোবাসি।’, আরও লিখলেন লগ্নজিতা, তাঁর উজ্জয়নীদির সম্পর্কে।