অভিনেত্রী লায়লা খান খুনের ১৩ বছর পার। দোষী সাব্যস্ত হওয়ার পর অবশেষে পারভেজ তাককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন হয়েছিলেন বলিউড অভিনেত্রী লায়লা খান। শুধু লায়লা নন, তাঁর পরিবারের ৫ সদস্যই একই সঙ্গে খুন হয়েছিলেন।
সেটা ছিল ২০১১ সালের ফেব্রুয়ারি মাস। হঠাৎই নিখোঁজ হয়েছিলেন অভিনেত্রী লায়লা খান সহ তাঁর পরিবারের ৫ সদস্য। প্রায় ১ বছরেরও বেশি সময় পর জুলাই মাসে ইগতপুরীতে লায়লার ফার্ম হাউসের মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করেছিল পচাগলা দেহগুলো। খুনের অভিযোগে সেসময় গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রীর মা সেলিনার তৃতীয় স্বামী পারভেজ তাক, যিনি কিনা কাশ্মীরে থাকতেন। পারভেজকে কাশ্মীর থেকে গ্রেফতার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। সেসময় প্রায় ৪০ জন সাক্ষীকে জেরা করা হয়েছিল।
ঘটনার পর পার হয়েছে প্রায় ১৩ বছর। গত ৯ মেয়ে মুম্বইয়ের দায়রা আদালত অভিযুক্ত পারভেজকে লায়লা ও তাঁর পরিবারের ৫ সদস্যকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে। এরপর ২৪ মে, শুক্রবার লায়লা খান হত্যা মামলায় চূড়ান্ত রায় দেয় আদালত। দোষী পারভেজ তাককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।
এই মামলায় পাবলিক প্রসিকিউটর পঙ্কজ চ্যাবন দোষীর মৃত্যুদণ্ড চেয়েছিলেন। পঙ্কজ চ্যাবন দাবি করেন, এটা একটা পরিকল্পিত খুন। এবং নৃশংস ও হিংসাত্মকভাবে পরিবারের ৬জনকে খুন করা হয়েছিল এবং তাঁদের মৃতদেহ পুঁতে দেওয়া হয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ার পর কিছুটা সময় চেয়েছিল পারভেজ তাক। তবে আদালত জানায় তিনি ইতিমধ্যেই অনেক সময় পেয়েছেন।
প্রসঙ্গত, লায়লা এবং পরিবারের বাকিদের নিখোঁজ হওয়ার পর সেসময় অভিনেত্রীর বাবা নাদির প্য়াটেল পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। অভিনেত্রীর নিখোঁজ হওয়ার পিছনে তাঁর সৎ বাবা পারভেজের হাত রয়েছে বলে শুরু থেকেই সন্দেহ ছিল পুলিশের। শেষবার লায়লা ও তাঁর পরিবারের অন্যান্যদের পারভেজ তাকের সঙ্গেই দেখা গিয়েছিল।
পুলিশ জানিয়েছেন, সম্পত্তি নিয়ে ইগতপুরীর ফার্ম হাউসে লায়লা খানের মা সেলিনার সঙ্গে তাঁর তৃতীয় স্বামী পারভেজ তাকের তুমুল অশান্তি বেঁধেছিল। তখনই ভোঁতা অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেন পারভেজ। এরপর একে একে লায়লা, দিদি আমিনা, যমজ ভাই জারা ও ইমরানকেও খুন করে পারভেজ তাক।
প্রমাণ লোপাটের জন্য দেহগুলো ফার্ম হাউসের মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়। পরে ওই ফার্ম হাউসে আগুনও ধরিয়ে দেয় পারভেজ। ঘটনার তদন্তে নেমে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অভিসাররা পরিত্যক্ত ফার্মহাউসের মাটি খুঁড়ে দেহগুলি উদ্ধার করে।