বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Adhya: মা লক্ষ্মীর বন্দনায় লক্ষ্মী কাকিমা! নিজের হাতে প্রতিমা সাজালেন অপরাজিতা আঢ্য

Aparajita Adhya: মা লক্ষ্মীর বন্দনায় লক্ষ্মী কাকিমা! নিজের হাতে প্রতিমা সাজালেন অপরাজিতা আঢ্য

অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মী পুজো

Laksmi Puja at Aparajita Adhya's home: মা লক্ষ্মীর আরাধনায় মাতোয়ারা লক্ষ্মী কাকিমা। লাল শাড়িতে সাজলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর লক্ষ্মী প্রতিমা থেকে চোখ সরাতে পারবেন না, দেখুন ছবি-

রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছে গোটা বাংলা। আম জনতার পাশাপাশি বাদ নেই তারকারাও। মা লক্ষ্মীর আরাধনার তোড়জোর বাংলার ঘরেঘরে। টলিউড তারকাদের লক্ষ্মীপুজো মানেই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির পুজো। জি বাংলার লক্ষ্মী কাকিমা বছরের এই দিনটা সব কাজ ফেলে মায়ের আরাধনায় ব্রতী হন। এইদিন দম ফেলবার ফুরসৎ নেই তাঁর।

একদিন আগে থেকেই পুজোর জোগাড়ে লেগে পড়েন অভিনেত্রী। মা-কে নিজের হাতে সাজানো থেকে শুরু করে পুজোর সমস্ত জোগাড়- সবেতে আছেন তিনি। বিয়ের ২৫ বছর হয়ে গিয়েছে অভিনেত্রীর, তাঁর শ্বশুরবাড়ির পুজো প্রায় ৩০-৩২ বছরের। বিয়ে করে এই বাড়িতে পা দেওয়া থেকেই একটু একটু করে মা লক্ষ্মীর আরাধনার সব নিয়ম-রীতি শাশুড়ি মায়ের কাছ থেকে রপ্ত করেছেন তিনি।

গত দু-বছর জাঁক করে মায়ের আরাধনা করতে পারেননি অভিনেত্রী। গত বছর হারিয়েছিলেন শ্বশুরমশাইকে, তার আগেরবার সপরিবারে ছিলেন করোনা আক্রান্ত। তবে এইবার করোনা কাঁটা অতিক্রম করে ছন্দে ফিরেছে অপরাজিতা আঢ্যর বাড়ির পুজো।

এইবার অপরাজিতা মা লক্ষ্মীকে সাজিয়েছেন একদম সাবেজি সাজে। মায়ের পরনে লাল বেনারসি, গা ভর্তি সোনালি গয়না। মাথায় মুকুট, ওড়না, চুল বিনুনী করে বাঁধা। মায়ের দু-হাত রাঙানো আলতায়। তাঁর অপূর্ব সুন্দর মুখ দেখেই মন ভরে যাবে।

পুজোর দিন লক্ষ্মী কাকিমার সাজও সাবেকিয়ানায় ভরপুর। পরনে লাল শাড়ি, নাকে নথ, কপালে সুবিশাল লাল টিপ, সিঁথি রাঙানো সিঁদুরে- একদম বাঙালি গৃহবধূর সাজে অভিনেত্রী।

মায়ের আরাধনায় আরেক মা-কে নিয়ে! একফ্রেমে অপরাজিতা ও তাঁর শাশুড়ি মা
মায়ের আরাধনায় আরেক মা-কে নিয়ে! একফ্রেমে অপরাজিতা ও তাঁর শাশুড়ি মা

শাশুড়ি মা-কে পাশে বসিয়েই এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। জানান, তাঁর বাড়ির প্রতিমা মাটির হলেও সেটির ভাসান হয় না। কারণ লক্ষ্মীর আবার বিসর্জন হয় নাকি?

এদিন অভিনেত্রীর বাড়িতে ভোগেরও বিশাল আয়োজন। আগত কাউকেই খালি মুখে ফেরান না তিনি। ভোগের মেনুতে সবচেয়ে স্পেশ্যাল হল ‘এলোঝেলো’। অপরাজিতার বাড়ির স্পেশ্যাল মিষ্টি এটি। এছাড়াও চিড়ে, মুড়ির মোয়া, ফল-সবই থাকে। পাশাপাশি রয়েছে খিচুড়ি, লাবড়া, আলুর দম, মিষ্টি, পায়েস- সব মিলিয়ে অপরাজিতা আঢ্যর বেহালার বাড়িতে এদিন লক্ষ্মী পুজোর জমজমাট আয়োজন।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.