এক প্রকার চুপিচুপি ওটিটি মাধ্যমে রিলিজ করল ‘লাল সিং চাড্ডা’। তাও সিনেমাহলে মুক্তি পাওয়ার মাত্র ৮ সপ্তাহের মাথায়। যদিও ছবির অন্যতম প্রযোজক এবং প্রধান চরিত্রের অভিনেতা আমির খান বলেছিলেন, ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়ার ৬ মাসের আগে এটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে না। কিন্তু তা হল না।
তার চেয়েও বড় কথা, এই ছবি যেভাবে মুক্তি পেল ওটিটি মাধ্যমে, সেটিও অবাক করেছে অনেককেই। সাধারণত এত বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার সময়ে সেটি নিয়ে বড় সড় প্রচার চালায় ওটিটি মাধ্যমগুলি। কিন্তু নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পেল প্রায় কোনও সাড়াশব্দ না করেই। শুধুমাত্র লেখা হল, ‘Keep your golgappas ready because Laal Singh Chaddha is NOW STREAMING’ (ফুচকা তৈরি রাখুন, ‘লাল সিং চাড্ডা’ স্ট্রিমিং শুরু হয়েছে)।
এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় আমির খানকে পড়তে হয়েছে বক্রোক্তির মুখে। ৬ মাসের আগে এই ছবি মুক্তি পাবে না বলা হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন তাঁকে। কেউ লিখেছেন, ‘এত তাড়াতাড়ি ছয় মাস হয়ে গেল?’ কেউ আবার লিখেছেন, ‘এত তাড়াতাড়ি নেটফ্লিক্সে হাজির!’
সব মিলিয়ে ‘লাল সিং চাড্ডা’ মোটেই খুব একটা ভালো ফল করতে পারল না ব্যবসার নিরিখে। বক্সঅফিসে সাফল্য নেই, ওটিটি মাধ্যমেও বিশেষ ভালো ফল করার আশা নেই। আমির খানের এই ছবি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে সর্বত্র। আর তার মধ্যে চলছে এই সব কটাক্ষ।
যদিও ছবির তরফে কেউ কোনও ব্যাখ্যা দেননি, কেন এই ছবি এত তাড়াতাড়ি ওটিটি মাধ্যমে মুক্তি পেল। তবে আন্দাজ করাই যায়, সিনেমাহল থেকে ব্যবসা করার আর কোনও আশা নেই বলেই এই সিদ্ধান্ত।