কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলে তৈমুরের আয়া হিসেবে খ্যাতি পাওয়া নার্স ললিতা ডি'সিলভা হামেশাই ঝড় তোলেন ইন্টারনেটে। এমনকী, করিনা কাপুরের কাছ থেকে তাঁর মোটা টাকা মাইনে পাওয়া নিয়েও কম মিম নেই সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি এক গোলুমোলু ছেলের সঙ্গে ছবি শেয়ার করলেন। চিনতে পারছেন এটি কে?
এই ছেলের বিয়ে নিয়েই কদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল। দেশ-বিদেশের ক্যাতনামা মানুষরা এসেছিলেন মুম্বইতে। বলিউড থেকে ক্রিকেটের তারকারা তো ছিলেনই। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অনন্ত আম্বানিকে নিয়ে। এক সময় আম্বানি-পুত্র অনন্তের ন্যানি হিসেবে কাজ করেছিলেন ললিতা ডি'সিলভা। ২৯ বছর বয়সী ধনকুবেরের বিয়েতে ছিলেনও ললিতা। দুটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি ইনস্টাগ্রামে।
প্যারিসে অনন্ত আম্বানির একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। আর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে অনন্তকে জড়িয়ে তোলা ললিতার একটি ছবি। আর ক্যাপশনে লিখলেন, ‘প্যারিস ডিজনি ওয়ার্ল্ডে আমি এবং অনন্ত আম্বানি। এখান থেকেই আমি আমার শিশুর যত্ন নেওয়ার কাজ শুরু করি। অনন্ত ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল। পরিবারের সকলের কাছে ও আশেপাশের মানুষদের কাছেও ও খুব প্রিয় ছিল। আজ এই বিশেষ দিনে, আমি ওঁদের সুখী বিবাহিত জীবন কামনা করছি। ঈশ্বর এই দম্পতির মঙ্গল করুন।’
দেখে নিন সেই বিরল থ্রোব্যাক ছবি:
তিনি আম্বানি পরিবারকে অপর একটি পোস্টে ধন্যবাদ জানিয়েছেন বছরের পর বছর ধরে তাঁকে যে ভালবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন সকলে তার জন্য। বিশেষ করে ‘অনন্ত বাবা, নীতা বৌদি এবং মুকেশ স্যারের’ কথা উল্লেখ করে।
‘অনন্ত বাবা এবং আম্বানি পরিবার আমার জীবনে যে আনন্দ ও ভালবাসা নিয়ে এসেছে তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা যে মধুর স্মৃতি এবং উষ্ণ মুহুর্তগুলি ভাগ করেছি তা আমার মনে থেকে যাবে আজীবন। তাঁদের অটল ভালোবাসা এবং শ্রদ্ধার জন্য কৃতজ্ঞ। এত বছর পরেও তাঁদের উদারতা ও মহানুভবতা আমাকে অনুপ্রাণিত করে। আমি আমার জীবনে নীতা ভাবি এবং মুকেশ স্যারকে পেয়ে ধন্য, যারা এখনও আমাকে তাদের পরিবারের অংশ হিসাবে গ্রহণ করে। আমি প্রার্থনা করি অনন্ত এবং রাধিকা প্রচুর ভালোবাসা, সুখ এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ পাক। আম্বানি পরিবারের ভালোবাসা এবং সমর্থন আমার কাছে সবচেয়ে দামি। এবং আমি তাদের জীবনের অংশ হতে পেরে সম্মানিত।’, লেখেন ললিতা।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি। তাঁর জাঁকজমকপূর্ণ বিবাহ এই মুহূর্তে দেশের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্চ এবং জুন মাসে, প্রথমে গুজরাটের জামনগর ও পরে ইউরোপে বিলাসবহুল ক্রুজ পার্টি করে প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান করার পর, মুম্বইতে জিও কনভেনশন সেন্টারে একটি ৩ দিনের বিয়ের উৎসবের আয়োজন হয়েছিল।
ললিতা সিলভা বর্তমানে রাম চরণ ও উপাসনের মেয়ে ক্লিন কারা-র ন্যানি হিসাবে নিযুক্ত রয়েছেন। তাঁর ইনস্টাগ্রামে, তিনি প্রায়শই যে বাচ্চাদের আয়া হিসেবে কাজ করেছিলেন তাদের ও তাদের পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের স্মৃতি ভাগ করে নেন।
তার পুরানো ছবিগুলির মধ্যে একটিতে তাঁকে অনন্ত এবং অন্য আম্বানি ভাইবোন - যমজ আকাশ এবং ইশার সাথে ডিজনি ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে।