বাংলা নিউজ > বায়োস্কোপ > Miss Universe 2022: গাউনের ডিজাইনে লারা-সুস্মিতাকে শ্রদ্ধার্ঘ্য হারনাজের, উত্তরে কী লিখলেন লারা?

Miss Universe 2022: গাউনের ডিজাইনে লারা-সুস্মিতাকে শ্রদ্ধার্ঘ্য হারনাজের, উত্তরে কী লিখলেন লারা?

গাউনের ডিজাইনে লারা-সুস্মিতাকে শ্রদ্ধার্ঘ্য হারনাজের

Miss Universe 2022: বিশ্বসুন্দরী ২০২২-এর খেতাব জিতে নিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের আর'বনি গ্যাব্রিয়েল। তাঁর মুকুট পরিয়ে দেন প্রাক্তন বিশ্বসুন্দরী হারনাজ সান্ধু। তবে এদিন তাঁর গাউন সকলের নজর কেড়ে নেয়।

রবিবার বিশ্বসুন্দরী ২০২২ -এর মঞ্চে অভিনব পন্থায় লারা দত্ত এবং সুস্মিতা সেনকে শ্রদ্ধা জানালেন হারনাজ সান্ধু। এই ২২ বছর বয়সী মডেল তথা প্রাক্তন বিশ্বসুন্দরী এদিন একটি কালো রঙের গাউন পরেছিলেন সেখানে লারা দত্ত এবং সুস্মিতার বিশ্বসুন্দরীর খেতাব জয়ের মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে। তাঁর এই শ্রদ্ধা জানানোর পন্থাকে অনেকেই বাহবা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এক কথায় সকলেই মুগ্ধ হয়েছেন তাঁর এই পোশাক দেখে। সকলের সঙ্গে অভিনেত্রী লারা দত্ত এদিন তাঁকে প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান এত সুন্দরভাবে শ্রদ্ধা জানানোর জন্য। দেখুন লারা দত্ত কী জানালেন তাঁকে।

রবিবার লারা দত্ত তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি রিপোস্ট করেন যা মিস দিভা প্রতিষ্ঠানের তরফে পোস্ট করা হয়েছিল। এই ছবির ক্যাপশন মিস দিভা প্রতিষ্ঠানের তরফে লেখা হয়, 'হারনাজ কৌর সান্ধুর গাউন এদিন লারা দত্ত এবং সুস্মিতা সেনকে শ্রদ্ধা জানিয়েছে।' অভিনেত্রী সেই ছবি শেয়ার করে লেখেন, 'হারনাজ সান্ধুকে আগামীর অনেক শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত ও ঠিক ওর নিজের উজ্জ্বল পথ গড়ে তুলতে পারবে।'

<p>লারা দত্তর পোস্ট</p>

লারা দত্তর পোস্ট

২১ বছরের খরা কাটিয়ে গত বছর বিশ্বসুন্দরীর খেতাব জয় করেন হারনাজ সান্ধু। এর আগে সুস্মিতা সেন এবং লারা দত্ত এই খেতাব জিতেছিলেন ভারতের হয়ে। ১৯৯৪ সালে সুস্মিতা সেন এই খেতাব জয় করেন ভারতের তরফে। এরপর ২০০০ সালে লারা দত্ত বিশ্বসুন্দরীর মুকুট পান।

<p>হারনাজের গাউন</p>

হারনাজের গাউন

এদিনের অনুষ্ঠানে হারনাজ একটি কালো গাউন পরেছিলেন যা ভারতীয় ডিজাইনার শৈশা শিন্দে তৈরি করেছেন বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য। তাঁরই তৈরি করা সোনালী রঙের গাউন পরেছিলেন হারনাজ যখন তিনি ২০২১ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয় করেছিলেন।

বন্ধ করুন