বাংলা নিউজ > বায়োস্কোপ > 'বয়স নিয়ে প্রায়ই দর্শকদের ব্যাঙ্গের মুখে পড়ি আমি, কাজল, রানি', বিস্ফোরক লারা!

'বয়স নিয়ে প্রায়ই দর্শকদের ব্যাঙ্গের মুখে পড়ি আমি, কাজল, রানি', বিস্ফোরক লারা!

কেরিয়ারের দ্বিতীয় ইনিংস চুটিয়ে উপভোগ করছেন, দাবি লারা দত্তের।

প্রকৃতির নিয়মে স্রেফ বয়স বেড়ে যাচ্ছে বলে তাঁরা যে প্রায়শই দর্শকদের ব্যাঙ্গাত্মক সব মন্তব্যের মুখে পড়েন তা বলতেও এতটুকুও দ্বিধা করেননি লারা দত্ত।

লারা দত্তের কেরিয়ারের তিন নম্বর ওটিটি সিরিজ হতে চলেছে 'কৌন বনেগা শিখরবতী'। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ৩ বছর বয়সী এই বলি-অভিনেত্রী কোনও লুকোছাপা না করেই জানালেন তাঁর বয়সী অভিনেত্রীদের থেকে কীভাবে মুখ ফিরিয়ে নিতে এতটুকুও দ্বিধাবোধ করে না এই ফিল্ম ইন্ডাস্ট্রি।

চল্লিশের কথা পেরিয়ে যে একজন অভিনেত্রী হিসেবে অনেক স্বাধীনভাবে কাজ করতে পারছেন তিনি, সে বিষয়েও ফার্স্টপোস্টকে দেওয়া ওই সাক্ষাৎকারে অকপটভাবে জানালেন লারা। বক্তব্যের পিছনে তাঁর সাফাই, 'একজন প্রাক্তন মিস ইউনিভার্স হওয়ার দরুণ পর্দায় সবসময় গ্ল্যামারাস লুকেই হাজির হওয়াটা যেন অলিখিতভাবে আমার নামের সঙ্গে সেঁটে থাকত সবসময়। তাঁর মতে, চল্লিশ পেরিয়ে সেসবের থেকে মুক্ত তিনি। একজন অভিনেত্রী হিসেবে সেরকম কোনওরকম বাধানিষেধ তাঁর আর কাজ করে না। তবে নায়িকার বয়স বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও ইন্ডাস্ট্রি যে নির্দয়, সেকথাও স্পষ্টাস্পষ্টি বলেছেন তিনি।

এরপর এই প্রসঙ্গে তাঁর বয়সী অভিনেত্রীদের কথা তুললেন লারা যাঁরা এখনও এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। প্রকৃতির নিয়মে স্রেফ বয়স বেড়ে যাচ্ছে বলে তাঁরা যে প্রায়শই দর্শকদের ব্যাঙ্গাত্মক সব মন্তব্যের মুখে পড়েন তা বলতেও এতটুকুও দ্বিধা করেননি মহেশ-ঘরণী। লারার কথায়, ' আরে আমরাও তো আর পাঁচজনের মতো রক্ত মাংসের মাসনুষ। আমাদেরও নায়িকাদেরও বয়স বাড়ে।কাজল, মাধুরী দীক্ষিত এমনকী আমি নিজেও যখন পর্দায় আসি তখন দর্শকরা বলে বসেন আরে এঁরা তো বুডঢি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। সাফ কথা বলছি, আমাদের যে বয়স বাড়ছে তা মেনে নিতে দর্শকদেরও কোথাও অসুবিধে হয়। আর স্বভাবতই সেই চাপ সামলাতে হয় আমাদের।'

নিজের বক্তব্যের শেষে তাঁর সংযোজন, 'তবে নীনা গুপ্তা, রত্না পাঠক শাহ-রা এই বয়সেও যেভাবে চুটিয়ে কাজ করে যাচ্ছেন, তা দেখে সত্যিই প্রেরণা পাই। '

বায়োস্কোপ খবর

Latest News

পর্নোগ্রাফি নয়, এই 'স্টুপিড' জিনিস সার্চ করতেই কাজ গেল যুবকের! ব্যাপারটা কী এই রাজ্যের ৫,৫০০ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে কোনও শিশুই ভর্তি হয়নি Relationship Tips: বার বার সরি বলা থেকে কীভাবে রেহাই পাবেন? শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিন্দু কলেজের প্রাক্তনী, জানেন তাঁর পরিচয় শনিবারের বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও বাম দলগুলির পরামর্শ নেবেন ইউনুস ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শান্ত, টাইগার বধের পর মিমের ছড়াছড়ি ….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.