কিছুদিন আগে দক্ষিণী তারকা দর্শনের এক ভক্তকে নৃশংসভাবে খুন করা হয়। তারপর এদিন তাঁর মৃত্যুর আগের কয়েকটি ছবি প্রকাশ্যে আনা হল। দাবি করা হচ্ছে ৩৩ বছর বসয়ী এই অটো চালককে কন্নড় অভিনেতা দর্শক থগুদীপার নির্দেশেই খুন করা হয়েছে। জুন মাসে হত্যা করা হয় রেণুকাস্বামীকে। এরপর এদিন ইন্ডিয়া টুডে টিভির তরফে তাঁর মৃত্যুর আগের মুহূর্তের বেশ কিছু প্রকাশ্যে আনা হয়।
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমকি লাভলির, সবক শেখাতে চিকিৎসকদের শ্রীলেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমকি লাভলির, সবক শেখাতে চিকিৎসকদের শ্রীলেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
কী দেখা যাচ্ছে রেণুকাস্বামীর মৃত্যুর ঠিক আগের মুহূর্তের ছবিতে?
উক্ত সংবাদমাধ্যমের তরফে যে ছবিগুলো প্রকাশ্যে আনা হয়েছে রেণুকাস্বামীর সেখানে দেখা যাচ্ছে তিনি খালি গায়ে ভয়ার্ত চেহারায় তাঁর প্রাণ ভিক্ষা করছেন ক্যামেরার দিকে তাকিয়ে। তিনি যারপরনাই ভয় পেয়ে আছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার মৃত্যুর মাসপূর্তিতে ৯ সেপ্টেম্বর ফের বিক্ষোভের ডাক, সমর্থনে সৃজিত
দুটো ছবি প্রকাশ্যে এসেছে, দুটোতেই দেখা যাচ্ছে তিনি শার্ট পরে নেই। আর তাঁর পিছনে একটি ট্রাক দাঁড়িয়ে। সারা গায়ে তাঁর ক্ষতচিহ্ন। আঘাতের দাগ। প্রথম ছবিতে তিনি বসে থাকলেও, পরের ছবিতে তাঁকে মাটিতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
এদিন একই সঙ্গে আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে সেই SUV গাড়িটির যেটায় করে রেণুকাস্বামীকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রসঙ্গত ৯ জুন তাঁর মৃতদেহ বেঙ্গালুরুর একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয়।
কিন্তু কেন খুন হতে হল রেণুকাস্বামীকে?
পুলিশের তরফে জানানো হয়েছে ৩৩ বছর বয়সী দর্শনের এই ভক্তকে কিডন্যাপ করে খুন করা হয় অভিনেতার আদেশেই। কারণ এই ব্যক্তি তাঁর সঙ্গী তথা অভিনেতা পবিত্রা গৌড়াকে মেসেজ করে উল্টোপাল্টা কথা বলেছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে রেণুকাস্বামীকে কাঠ দিয়ে পেটানো হয়েছে। তাতেই একাধিক ক্ষত তৈরি হয়। রক্তক্ষরণ শুরু হয়ে যায়। সেই শক থেকেই মৃত্যু হয় তাঁর।