বাংলা নিউজ > বায়োস্কোপ > ICU-তে লতা মঙ্গেশকর, ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ মুখপাত্রের

ICU-তে লতা মঙ্গেশকর, ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ মুখপাত্রের

লতা মঙ্গেশকর

গত ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সের গায়িকাকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

টানা ১১ দিন ধরে আইসিইউতে রয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন তিনি। গত ৯ জানুয়ারি থেকে অসুস্থ গায়িকা ভর্তি রয়েছেন মুম্বইয়ের এই বেসরকারি হাসপাতালে। ১১ জানুয়ারি তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে অনুরোধ জানিয়েছেন, তাঁকে নিয়ে যেন কোনও প্রকার ভুয়ো খবর না ছড়ানো হয়। 

৯২ বছর বয়সী পিআর টিমের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

জানা গিয়েছে গত ৮ই জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনার সামন্য উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে। বয়সের কথা মাথায় রেখে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। ঝুঁকি নেননি চিকিত্সকরাও, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে আইসিইউ-তে রাখা রয়েছে সুরসম্রাজ্ঞীকে।

বুধবার লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার জানান, ‘লতা দি-র শারীরিক পরিস্থিতি এক্কেবারে স্থিতিশীল। চিকিত্সকরা সায় দিয়ে তবেই বাড়ি ফিরবেন’। লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি বিগড়ে যাওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দেন তিনি।

 

 

বন্ধ করুন