বাংলা নিউজ > বায়োস্কোপ > সচিনের থেকে প্রথমবার ‘মা’ ডাক শোনার দিনটি কোনও দিন ভুলবেন না, জানিয়েছিলেন লতা

সচিনের থেকে প্রথমবার ‘মা’ ডাক শোনার দিনটি কোনও দিন ভুলবেন না, জানিয়েছিলেন লতা

লতা মঙ্গেশকর-কে 'মা' বলে ডাকতেন সচিন।

সচিন তেন্ডুলকরকে নিজের পুত্রবৎ স্নেহ করতেন লতা মঙ্গেশকর।

রবিবার সকালেই এল সেই চরম দু:সংবাদ। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়স হয়েছিল মৃত্যুর সময়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড নেগেটিভ এলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা ঘিরে ধরেছিল তাঁকে।

লতা মঙ্গেশকরের সুরের মূর্ছনায় বুঁদ থেকেছে গোটা দেশ। তবে আজীবন কুমারী থেকেছেন লতা। তবে বিয়ে না করলেও সুরসম্রাজ্ঞীকে ঘিরে রেখেছিল তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তের দল। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং তাঁর পরিবার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল প্রয়াতা সুরসম্রাজ্ঞীর। অনেকেই জানেন না শ্রদ্ধাদের পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল লতার। সচিন তেন্ডুলকরকে অত্যন্ত ভালোবাসতেন লতা। শুধু ভালোবাসতেন বলে কিছুই বলা হয় না। 'মাস্টার ব্লাস্টার'-কে নিজের পুত্রবৎ স্নেহ করতেন তিনি। এবং সেকথা একাধিকবার প্রকাশ্যেই জানিয়েছিলেন তিনি।

লতাকে 'মা' বলে ডাকতেন সচিন। এ প্রসঙ্গে একবার সংবাদমাধ্যমকে লতা বলেছিলেন, 'সচিন আমাকে তাঁর মায়ের মতোই ভালোবাসে, সম্মান করে। আর আমিও সচিনকে নিজের ছেলের মতোই দেখি। একজন মা যেমন তাঁর ছেলের জন্য প্রার্থনা করেন, ওঁর জন্য আমিও ঠিক তেমনটাই করি। সচিন যেদিন আমাকে 'মা' বলে ডেকেছিল, সেইদিনটি আমি কোনওদিনও ভুলব না। আমি কোনওদিনই ভাবতে পারিনি ওঁর থেকে এই ডাক শুনতে পারব। যেমন চমকে গিয়েছিলাম, তেমন আনন্দও পেয়েছিলাম। এটুকু বলব ওঁর মতো ছেলে পেয়ে আমি ধন্য।'

সচিন এবং অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে লতা মঙ্গেশকর।(ফাইল ছবি)
সচিন এবং অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে লতা মঙ্গেশকর।(ফাইল ছবি)

এখানেই শেষ নয়। সচিনকে ভারতরত্ন দেওয়ার আর্জিও জানিয়েছিলেন লতা। ক্রিকেটীয় কিংবদন্তির ভারতরত্ন খেতাব পাওয়ার বছর ১২ আগেই এ প্রসঙ্গে লতা বলেছিলেন, 'আমার কাছে, বহু বছর ধরেই সচিন-ই আসল ভারতরত্ন। দেশের জন্য ও যা করেছে, তা খুব কম মানুষই করতে পেরেছেন। ভারতরত্ন সম্মান পাওয়ার যোগ্য দাবিদার সচিন। আমাদের সকলকে ও গর্বিত করেছে।'

 

বায়োস্কোপ খবর

Latest News

বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.