বাংলা নিউজ > বায়োস্কোপ > Lata Mangeshkar Death Anniversary: পুরীতে ৬ ফুটের বালির ভাস্কর্য, লতাজির প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা শিল্পীর

Lata Mangeshkar Death Anniversary: পুরীতে ৬ ফুটের বালির ভাস্কর্য, লতাজির প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা শিল্পীর

লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা বালি শিল্পী সুদর্শন পট্টনায়েকের। (-)

Lata Mangeshkar's First Death Anniversary: ওড়িশার পুরী সমুদ্র সৈকতে একটি ৬ ফুটের বালির ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী সুদর্শন পট্টনায়েক। নিজের ইনস্টাগ্রামে সেই ঝলক শেয়ার করে তিনি লেখেন, ‘কিংবদন্তি গায়িকা ভারতরত্ন লতা মঙ্গেশকর জিকে আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি'।

ভারতের ‘নাইটইঙ্গেল’, ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর। আজ ৬ ফেব্রুয়ারি, তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন সুর সম্রাজ্ঞী। লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণে একটি শিল্পকর্ম তৈরি করেছেন ওড়িশা-ভিত্তিক বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক।

ওড়িশার পুরী সমুদ্র সৈকতে একটি ৬ ফুটের বালির ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী সুদর্শন পট্টনায়েক। নিজের ইনস্টাগ্রামে সেই ঝলক শেয়ার করে তিনি লেখেন, ‘কিংবদন্তি গায়িকা ভারতরত্ন লতা মঙ্গেশকর জিকে আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। ওড়িশার পুরী সৈকতে ‘মেরি আওয়াজ হি পেহেচান হ্যায়’ বার্তা সহ আমার স্যান্ডআর্ট'। নেটিজেনের প্রশংসার বন্যা ওই বালি শিল্পীর পোস্টে।

২০২২ সালের ৯ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। করোনা কাটিয়ে উঠলেও ৯২ বছর বয়সে কোভিড পরবর্তী অসুস্থতার ধাক্কা সামলাতে পারেননি শিল্পী। দশকের পর দশক ধরে আসমুদ্রহিমাচল মোহিত থেকেছে তাঁর জাদুমাখা কণ্ঠে। আরও পড়ুন: 'ফাইটার'-এর একটি দৃশ্যের শ্যুটিং, কাশ্মীর উড়ে গেলেন হৃতিক-দীপিকা

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। পাঁচ ভাই-বোনের মধ্যে লতা মঙ্গেশকর ছিলেন সবচেয়ে বড়। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। জীবন প্রথম গান গেয়ে উপার্জন করেছিলেন মাত্র ২৫ টাকা। ১৩ বছর হয়সে গানের মাধ্যমে উপার্জন শুরু করেন তিনি। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি লতাকে। লতা মঙ্গেশকর তাঁর সাত দশক দীর্ঘ কেরিয়ারে এক হাজারেরও বেশি হিন্দি ছবির গান রেকর্ড করেছেন এবং গান গেয়েছেন ৩৬টি আঞ্চলিক ভাষায়।

অনিল বিশ্বাস, এসডি বর্মন, সলিল চৌধুরীর মতো সংগীত পরিচালকদের পছন্দের গায়িকা ছিলেন লতা, অনেকেই হয়ত জানেন না আরডি বর্মনের কেরিয়ারের প্রথম ও শেষ গানটি লতার কন্ঠে রেকর্ড করা। লতা মঙ্গেশকরের বিখ্যাত গানের তালিকা অগুনতি, ‘অ্যায় মেরে বতন কে লোগো’, ‘লাগ জা গলে, ‘চলতে চলতে’, ‘সত্যম শিবম সুন্দরম’- এই তালিকা শেষ হওয়ার নয়।

ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় লতা মঙ্গেশকরের অবদান ভাষায় প্রকাশ করা অসম্ভব। দেশ-বিদেশ থেকে প্রচুর সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৮৯ সালে, তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ২০০১ সালে দেশের সর্বোচ্চ অসমারিক নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। ২০০৭ সালে ফ্রান্স তাদের দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার (অফিসার অফ দি লেজিয়ান অফ অনার) দিয়ে সম্মানিত করে লতা মঙ্গেশকরকে। ১৫ 'বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস', ৪ 'ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকা', 'ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড'-সহ একগুচ্ছ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

লতা মঙ্গেশকর... একটা যুগের নাম! তাঁর সুর, তাঁর স্বর আজীবন প্রবাহমান..

বন্ধ করুন