রবিবার ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কিংবদন্তি গায়িকাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, সচিন তেন্ডুলকর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে-সহ অন্যান্যরা। সেই শোকের আবহের মধ্যেই সবরকম রীতিনীতি পালন করছে মঙ্গেশকর পরিবার।
বৃহস্পতিবার সকালবেলাতেই নাসিক পৌঁছে গিয়েছিলেন লতার পরিবার। গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে গায়িকার অস্থি বিসর্জন করা হয়েছে। পাপারাৎজিদের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। নদীতে অস্থি বিসর্জনের মুহূর্তে হাজির ছিলেন লতার বোন তথা কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর।প্রসঙ্গত, মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তাঁর অস্থিভষ্ম সংগ্রহ করেছিলেন ভাইপো আদিনাথ-ই।
লতা মঙ্গেশকরের ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথ মঙ্গেশকর। সোমবার তাঁকে শ্মশান থেকে অস্থিকলশ (ছাইয়ের কলসি) আনতে দেখা যায়। পিটিআইকে সহকারী পুর কমিশনার কিরণ দিঘাবকর জানিয়েছেন, কিংবদন্তি শিল্পীর ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথের হাতে অস্থি কলস হস্তান্তর করা হয়েছে। যেহেতু লতা অবিবাহিত ছিলেন, তাই তার ভাইয়ের পরিবার তার মৃত্যুর পরবর্তী সমস্ত নিয়ম পালন করবেন।

মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। ‘ভারতের নাইটিঙ্গল’কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়। সাথে রবিবারই দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন মোদী। প্রায় আট দশক ধরে বিস্তৃত ছিল লতার কেরিয়ার। ৫০ হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন তিনি।