একদিকে যখন ২-৩ মাসে বন্ধ হচ্ছে মেগা সিরিয়াল, তখন ২ বছরেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। সম্প্রতি সিরিয়ালের গল্পে এসেছে লিপ। বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়ার গল্প।
নায়িকা দীপা দুচোখ হাজারো স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছে মায়ানগরী মুম্বাইতে। ঘটনাচক্রে, মেয়েকে সোনাকে নিয়ে সেই শহরেই থাকে সূর্য। অতীত ভুলতে সোনা নিজের নামও বদলে রেখেছে অলি। সোনার চরিত্রে দেখা মিলছে দেবাদৃতার বোন দেবপ্রিয়ার। অন্যদিকে রূপা কে হবেন? সেই নিয়ে চলছিল জল্পনা।
আরও পড়ুন-‘আপতত সিঙ্গল থাকতে চাই’,প্রেমে অনীহা সুস্মিতার! এভি-র সঙ্গে এই পুজোয় কী প্ল্যান কথার?
শুরুতে জানা গিয়েছিল দিতিপ্রিয়া রায়, এই সিরিয়ালের হাত ধরেই কামব্যাক করছেন। লুক সেটও হয়ে গিয়েছিল রানিমার। কিন্তু শেষমেশ ডেট সমস্যার জেরে এই সিরিয়াল থেকে পিছিয়ে আসেন দিতিপ্রিয়া। এরপর রুপার চরিত্রের জন্য উঠে এসেছিল সুস্মিলি আচার্যর নামও। তবে হিন্দুস্তান টাইমস বাংলার হাতে এল হাতে গরম আপটেড। সুস্মিলি নন, রুপার চরিত্রে দেখা যাবে নবাগতা সাইনাকে।
সাইনা অর্থাৎ প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যাকে দেখা যাবে রূপার চরিত্রে। কোনও জল্পনা নয়, এই খবর এক্কেবারে পাকা। এই সপ্তাহ শেষেই রূপার চরিত্রে শ্যুটিং শুরু করবেন সাইনা। তাঁর লুক সেট আগেই হয়েছে। সাইনার বয়স সবে ১৪! আগামী বছর ক্লাস টেনের বোর্ড এক্সাম দেবেন। অভিনয়ের জগতে পা রাখতে চান মেয়ে, সে কথা আগেই জানিয়েছিলেন অভিষেক ঘরণী সংযুক্তা।

রূপার চরিত্রে সাইনার অভিনয় করার খবরের সত্যতা যাচাই করতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে আমরা যোগাযোগ করেছিলাম সংযুক্তার সঙ্গে। হাসিমুখে তাঁর জবাব, ‘এই ব্যাপারে এখন আমার পক্ষে কোনও জবাব দেওয়া সম্ভব নয়। তবে যা হবে সবটা ভালোর জন্য’। আরও পড়ুন-দেবকে দেখে ‘চোখে জল’ শুভশ্রীর! প্রেমের ‘সিলসিলা’ নিয়ে প্রশ্ন কুণালের, কী জবাব দিলেন নায়ক?
২০২২ সালের মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হন অভিষেক চট্টোপাধ্যায়। স্টার জলসায় খড়কুটো ধারাবাহিকে গুনগুণের বাবার চরিত্রে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলেন নব্বইয়ের দশকে টলিউডের পর্দা কাঁপানো এই হিরো। বাবার মৃত্যুর পর তাঁর স্মৃতি আঁকড়েই জীবনপথে এগিয়ে চলেছে সাইনা ওরফে ডল। আদর করে মেয়েকে এই নামেই ডাকতেন অভিষেক। বাবার পদচিহ্ন মেনে এবার টলিপাড়ায় পা রাখছে সে।