বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek Chatterjee: এবার দুর্গা পুজো হবে না অভিষেকের বাড়িতে, সংযুক্তা মেয়েকে নিয়ে চলে যাবেন কলকাতা ছেড়ে দূরে

Abhishek Chatterjee: এবার দুর্গা পুজো হবে না অভিষেকের বাড়িতে, সংযুক্তা মেয়েকে নিয়ে চলে যাবেন কলকাতা ছেড়ে দূরে

অভিষেক মারা যাওয়ায় এই বছর আর বাড়িতে দুর্গা পুজো করবেন না সংযুক্তা। 

মার্চে হঠাৎই মারা যান অভিষেক চট্টোপাধ্যায়। চলতি বছরে বাড়ির পুজো বন্ধই রাখছেন সংযুক্তা আর ডল। ঢাকের আওয়াজ থেকে দূরে কেরল যাচ্ছেন মা-মেয়ে। 

দেখতে দেখতে ছ মাস হতে চলল না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ২৪ মার্চ হঠাৎই খবর আসে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন অভিনেতা। সেই শোক এখনও ভুলতে পারেনি তাঁর ভক্তরা, পরিবার। দুর্গা পুজো করতেন বাড়িতে অভিষেক। চার বছর ধরে নিজের বাড়িতে পুজো শুরু করেছিলেন তিনি। প্রতি বছর পুজো শুরুর এই সময়টা থাকত তুমুল ব্যস্ততা। এমনিতেই ভীষণ ঠাকুর ভক্ত ছিলেন তিনি। 

অভিষেকের এভাবে হঠাৎ চলে যাওয়া এখনও সেভাবে মানতে পারেননি স্ত্রী সংযুক্তা আর মেয়ে ডল। অভিষেক-পত্নী এখনও সোশ্যাল মিডিয়ায় স্বামীর ফেসবুক প্রোফাইল থেকে নানা ছবি পোস্ট করে থাকেন প্রয়াত স্বামীর। কখনও মেয়ের ছবি দেন। এবারেও কি দুর্গা পুজো হবে অভিষেকের বাড়িতে। এক সংবাদমাধ্যমকে সংযুক্তা জানান, এবার বাড়ির পুজো বন্ধ থাকবে। অনেকেই তাঁকে বলেছিল, পুজো করলে অভিষেকের ভালো লাগবে। কিন্তু এবছর সেটা করা সম্ভব হয়ে উঠবে না মনে জোর রেখে। বরং অনেক দূরে চলে যেতে চান তিনি ওই চার দিন তিলোত্তমা ছেড়ে। যাতে ঢাকের শব্দ কানে না আসে। আরও পড়ুন: রাতে না, দিনে ফুলশয্যা হয়েছিল ভিকির সঙ্গে? করণ জোহরকে তেমনই বললেন ক্যাটরিনা

মেয়েকে নিয়ে কেরলে চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংযুক্তার। জানালেন ডল এখন অনেকটা সামলে উঠেছে। কিন্তু এখনও তাঁরা অভিষেককে ছাড়া পুজো ভাবতেই পারেন না। শুধু জানেন, যেখানেই থাকুন না কেন তাঁরা, সঙ্গে থাকবে অভিষেক। আরও পড়ুন: জুতো পরে গণপতি বিসর্জন রাহুল বৈদ্য-দিশা পারমারের, ক্ষোভ উগড়ে দিলেন নেট-নাগরিকরা

মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। সেই সময় ‘মোহর’ ও ‘খড়কুটো’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করছিলেন। জলসার রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তেও অংশ নিয়েছিলেন সংযুক্তাকে নিয়ে। ওখানেই সেটে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বারবার বমি করছিলেন। হাসপাতালে ভর্তি হতে চাননি। তারপর ভোর রাতেই সব শেষ হয়ে যায়। জীবনযুদ্ধ সমাপ্ত হয় অভিষেকের, একসময় বাংলা সিনেমার পরিচিত নাম ছিলেন যিনি। সুপরুষ চেহারা ঝড় তুলত হাজারের মনে। 

 

বন্ধ করুন