প্রয়াত অভিনেতা ইরফানের স্ত্রী লেখক-প্রযোজক সুতপা শিকদার তাঁর ছেলে বাবিল খানকে নিয়ে খুবই চিন্তিত। বাবার সঙ্গে ক্রমাগত তুলনা করার কারণে নাকি তাঁর ছেলে ডিপ্রেশনে। এর ফলে নাকি অভিনেতা বাবিল খানের উপর খুব চাপ সৃষ্টি হচ্ছে। কিন্তু তার মধ্যেও তিনি পরিবারের চরম ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
তিনি লেখেন, ‘বাবিলের উপর খুব চাপ পড়ছে, আর আমার এটা একদমই ঠিক মনে হচ্ছে না। এতটা চাপ থাকা উচিত নয়, ইরফানের কখনও এই চাপ ছিল না এবং যখন কেউ চাপ না নেন, তখন তা তাঁর ব্যক্তিত্বেও প্রভাব ফেলে। শুধু কাজের জন্য নয়, ওঁর বাবার সঙ্গে সব কিছুতে ওঁকে তুলনা করার জন্য বাবিল আরও চাপ নিচ্ছে, যা ওঁর ব্যক্তিত্বেও প্রতিফলিত হচ্ছে। বাবিল প্রায় ডিপ্রেশনে বলা যায়! একজন মা হিসেবে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। দয়া করে আমার সন্তানকে ছেড়ে দিন। বাবিল খুব দুর্বল, ও লড়াকু নয়। ওঁর বাবা খুব শক্তিশালী ছিলেন এবং আমিও তাই, তবে ওঁর মধ্যকার এই ব্যাপারটা জেনেটিক্যালি এসেছে।'
আরও পড়ুন: ফিরছে কার্তিক-লাভ রঞ্জন জুটি? কবে শুরু 'সোনু কে টিটু কি সুইটি ২'-এর শ্যুটিং? দেখে নিন
অভিষেক বচ্চনের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘আই ওয়ান্ট টু টক-এ অভিষেক বচ্চন অসাধারণ কাজ করেছেন। কিন্তু কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে সব সময় ওঁর তুলনা কাজের উপর ওঁর কেরিয়ারের উপর ফেলেছে। আমার মনে হয় বাবিলও একই রকম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আশা করছি সে শিগগিরই এটা কাটিয়ে উঠবে।’
আরও পড়ুন: সে কি! গোবিন্দা-চাঙ্কির থেকে আঁখে-তে বেশি পারিশ্রমিক পেত এই বাঁদর, দাবি অভিনেতার
বর্তমানে লেখালিখি নিয়েই ব্যস্ত সুতপা শিকদার। তাঁর কথায়, ‘আমি একটি বই এবং একটি সিনেমার চিত্রনাট্য লিখছি, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনও এমন হয়ে উঠতে পারিনি যে আমি ক্যারিয়ার বা লেখালেখিতেই কেবল মনোনিবেশ করতে পারি। আমি নিজেকে আলাদা করতে পারছি না এবং একই সঙ্গে বাবিলের ক্যারিয়ার শুরু হয়েছে, তাই আমি এখনও আটকে আছি। তাছাড়া আমি ইরফানকে নিয়ে একটা বই শুরু করেছি, তবে সিরিয়াস ভাবে লিখছি না, মজা ছলে এই বইটা রাখতে চাই, যেটার জন্য কিছুটা সময়ের প্রয়োজন।’