বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Kaushik's daughter: ইনস্টা অ্যাকাউন্ট মুছল সদ্য বাবাহারা সতীশ কন্যা, বংশিকাকে নিয়ে চিন্তায় নেটপাড়া

Satish Kaushik's daughter: ইনস্টা অ্যাকাউন্ট মুছল সদ্য বাবাহারা সতীশ কন্যা, বংশিকাকে নিয়ে চিন্তায় নেটপাড়া

ইনস্টাগ্রামকে বিদায় বংশিকার

Satish Kaushik's daughter: বাবার মৃত্যুতে ভেঙে পড়েছে বংশিকা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করল সতীশের ১০ বছরের মেয়ে। 

মাত্র কয়েকঘন্টার ব্যবধানে বদলে গিয়েছে ছোট্ট বংশিকার গোটা দুনিয়া। অভিনেতা সতীশ কৌশিকের মেয়েকে সকলেই চেনে সোশ্যাল মিডিয়ার দৌলতে। প্রয়াত অভিনেতার ১০ বছরের কন্যে ইনস্টাগ্রামে বাবার সঙ্গে নানান খুনসুটি, এমনকি নাচের ভিডিয়োও পোস্ট করত। বাবার আচমকা মৃত্যু নাড়িয়ে দিয়েছে সতীশ-কন্যাকে। বুধবার, বাবার মৃত্যুর প্রায় এক সপ্তাহের মাথায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করল বংশিকা কৌশিক।

গত বুধবার বন্ধুর ফার্ম হাউজে হোলি পার্টি করতে দিল্লি পৌঁছেছিলেন সতীশ, কে জানত পরদিন তাঁর নিথর দেহ কফিনবন্দি হয়ে মুম্বই ফিরবে? বুধবার মধ্যরাতে বুকে যন্ত্রণা হওয়ার কথা ফোনে ম্যানেজারকে জানান সতীশ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-ভালো নেই সতীশের স্ত্রী, ঘরের কোণে চুপ করে ঠায় বসে ১০ বছরের মেয়ে! জানাল ভাইপো

বাবার মৃত্যুর চব্বিশ ঘন্টা পর ইনস্টাগ্রামে সতীশের সঙ্গে কাটানো এক হাসিখুশি মুহূর্তের ছবি লাল হৃদয়ের ইমোজি’র সঙ্গে শেয়ার করেন বংশিকা। সেই পোস্টে বংশিকাকে মন শক্ত করার বার্তা দিয়েছিলেন সতীশ ভক্তরা। তবে এইটুকু বয়সে বাবা হারানোর যন্ত্রণায় কাতর সে। তারপর আর সোশ্যাল মিডিয়ায় দেখা মেলেনি তাঁর, এবার মুছেই ফেললেন নিজের অ্য়াকাউন্ট।

সম্প্রতি সতীশের ভাইপো নিশান্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পরিবার এখনও ওঁনার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। কঠিন পরিস্থিতি।’ সতীশের মুখাগ্নি করেছেন নিশান্ত, কাকার প্রযোজনা সংস্থা, সতীশ কৌশিক এন্টারটেনমেন্টের অন্যতম পার্টনার তিনি। নিশান্তের কথায়, সতীশের স্ত্রী শশী এবং মেয়ে বংশিকা খুবই ভেঙে পড়েছে।

নিশান্ত বলেন, ‘কাকিমার অবস্থা খুবই খারাপ। উনি একদম চুপ করে গিয়েছেন, খালি কাকার স্মৃতি হাতড়াচ্ছেন। বংশিকা সবার সামনে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে। তবে একা থাকলেই ঘরের কোণায় পাথর হয়ে বসে থাকছে। অস্বতি কাজ করছে ওর মধ্যে’।

১৯৮৫ সালে শশী কৌশিককে বিয়ে করেন শশীকে। দীর্ঘ অপেক্ষার পর সতীশ ও শশীর জীবনে আসে পুত্র সন্তান, কিন্তু মাত্র ২ বছর বয়সে মৃত্যু হয় সতীশ-শশীর ছেলের শানুর। এরপর নিশান্তকেই ছেলের মতো করে আগলে রেখেছিলেন দুজনে। ২০১২ সালে একজন সারোগেট মায়ের মাধ্যমে সতীশ-শশীর কন্যা বংশিকার জন্ম হয়। তখন সতীশের বয়স ছিল ৫৬ বছর। কিছুদিন আগেই ধুমধাম করে মেয়ে ১০ বছরের জন্মদিন পালন করেছিলেন সতীশ। পরিচিতদের কথায় মেয়ের জন্যই বেশিদিন বাঁচতে চেয়েছিলেন অভিনেতা, তবে আনন্দের উৎসবে শামিল হতে গিয়েই সব শেষ।

অন্য়দিকে সতীশের মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানালেও দিল্লি পুলিশ এই মৃত্যু নিয়ে ওঠা অভিযোগের সবদিক খতিয়ে দেখছে। দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী (সানভি) দাবি করেছেন তাঁর স্বামী বিষ খাইয়ে ছক কষে খুন করেছেন সতীশকে। ১৫ কোটির লেনদেন নিয়ে বচসার জেরেই নাকি এই হত্যা। এই ঘটনায় বিকাশ ও তাঁর স্ত্রীকে জেরা করেছে দিল্লি পুলিশ। আপতত ছাদের তলায় থাকেন না এই দম্পতি। দাম্পত্য কলহের জেরেই মিথ্যে অভিযোগ করছেন সানভি, দাবি অভিযুক্ত স্বামীর।

বন্ধ করুন