ঐন্দ্রিলা শর্মা আর নেই যে দেখতে দেখতে সেটার দেড় বছর হয়ে গেল। মাত্র ২৪ বছর বয়সেই ২০২২ সালে না ফেরার দেশে চলে যান ঐন্দ্রিলা। ক্যানসারের কাছে হার মানতে বাধ্য হয় একটা ফুটফুটে প্রাণবন্ত মেয়ে। আর এদিন এই বৃষ্টিভেজা দিনে হঠাতই তাঁর স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁর দিদি ঐশ্বর্য। কী করলেন তিনি?
ঐন্দ্রিলার স্মৃতি ফেরালেন ঐশ্বর্য
ঐন্দ্রিলা শর্মা ছোট পর্দায় চুটিয়ে কাজ করেছেন। বাদ দেননি OTT মাধ্যমও। তবে তাঁর এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারেননি অনেকেই। বিশেষ করে তাঁর ঘনিষ্ট বন্ধু এবং পরিবার। আর তাই তাঁর স্মৃতিকে আরও সুন্দর ভাবে বাঁচিয়ে রাখার জন্য এক অভিনব পন্থা নিলেন তাঁর দিদি ডক্টর ঐশ্বর্য শর্মা।
আরও পড়ুন: টেলর সুইফটের কনসার্টেই প্রেমের গুঞ্জনে সিলমোহর! শাড়ি পরে আদিত্যর বাহুলগ্না হয়ে ধরা দিলেন অনুষা
ঐশ্বর্য বোনের নামে একটি চ্যানেল খুলেছেন, নাম রেখেছেন ঐন্দ্রিলা শর্মা প্রোডাকসন্স। এখানেই এদিন একটি ৪ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিয়ো আপলোড করেন। এই মিউজিক ভিডিয়োর নাম তিনি রেখেছেন চাইলে হবো প্রেমিক। সেখানে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বৃষ্টির দিনের আবহে মধ্য কলকাতায় শ্যুটিং করা হয়েছে এই ভিডিয়োর। এই ভিডিয়োতে ঐশ্বর্যর সঙ্গে রয়েছেন প্রতীক যাদব।
শুভ চট্টোপাধ্যায় এই গানটি গেয়েছেন। লিখেছেনও তিনিই। সৌরদীপ্ত চৌধুরী মিউজিক ভিডিয়োটির পরিচালনা করেছেন।
আরও পড়ুন: ছেলের এক বছর পূর্ণ হতেই আদুরে ছবি পোস্ট ইলিয়ানার! শুভেচ্ছা জানিয়ে লিখলেন 'ঠিক এক বছর আগেই...'
প্রসঙ্গত ঐন্দ্রিলা শর্মার পরিবারে সকলেই ডাক্তার বা নার্স। কিন্তু তিনিই একমাত্র অভিনয়কে পেশা বানিয়েছিলেন। তাই বোনের এই সত্তা যাতে না হারিয়ে যায় তাই এই ব্যবস্থা করেছেন ঐশ্বর্য।