দেখতে দেখতে প্রায় ৩ মাস হতে চলল কেকে নেই। ছেড়ে চলে গেছে পরিবারকে, বন্ধুবান্ধবদের, ভক্তদের। সম্প্রতি ছিল প্রয়াত গায়কের ৫৪তম জন্মবার্ষীকি। আর এই বিশেষ দিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক সংগীত সন্ধ্যার। যাতে প্রথমবার স্টেজ শো করে মেয়ে তামারা আর ছেলে নকুল। মঞ্চে হাজির ছিলেন গায়ক শানও।
কেকে-র মেয়ের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘তামারা কৃষ্ণা’ থেকে ছবিগুলি শেয়ার করে নেওয়া হয়েছে। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম গিগ! দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। প্রত্যেক অসাধারণ গায়ককে ধন্যবাদ, যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আর @শান কাকাকে বিশেষ করে ধন্যবাদ জানাই ‘ইটস দ্য টাইম টু ডিস্কো’ গানটা গাওয়া এত মজাদার করে তোলার জন্য। এভাবে পাশে থেকে উৎসাহ আর প্রেরণা দেওয়ার জন্য। বাবা হয়তো কোথাও বসে হাসছে। যেটা হচ্ছে সেটা বিশ্বাসই করতে পারছি না। আর এটা ভাবাও বন্ধ করতে পারছি না যদি বাবা থাকত এখানে।’ আরও পড়ুন: এল ‘কপিল শর্মা শো’র নতুন প্রোমো, ক্রুষ্ণাকে বাদ দিয়ে এন্ট্রি এক সেক্সি নায়িকার
এই নতুন পারফর্মরদের উৎসাহ দিল সোশ্যাল মিডিয়াও। একজন লিখলেন, ‘তোমাকে আর নকুলকে প্রথমবার স্টেজ শো করতে দেখার অভিজ্ঞতাই আলাদা। তোমাদের আরও অনেক লাইভ শো-র মধ্যে এটাই প্রথম। তোমার গলা অসাধারণ, লুক ফাটাফাটি। ভালোবাসি তোমায় তামারা। এভাবেই জ্বলজ্বল করো।’ অপরজন লিখলেন, ‘তোমাদের দুজনের গলার আওয়াজ সত্যিই আসাধারণ। কী সুর তোমাদের গলায়, কী শক্তি। এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। একটা দারুণ গিগ ছিল এটা, এর থেকে ভালো শুরু আর কী হবে। তোমার সাক্ষাৎকার পড়ে জেনেছি তুমি লাজুক। বুঝতে পারছি কতটা মনের জোর এনে এদিন স্টেজে আসতে হয়েছিল তোমায়। গুড লাক গার্ল, কেকে স্যার তোমার মধ্যেই আছে আর সারাজীবন তোমার সঙ্গে থাকবেও। আমরা যারা কেকে-ভক্ত তোমাদের দুজনের উপর সারাজীবন ভালোবাসা বর্ষণ করে যাব।’ আরও পড়ুন: নাম্বিকে নিয়ে রকেট্রিতে যা দেখানো হয়েছে তা ভুল, অভিযোগ ইসরোর বিজ্ঞানীদের
বাবা চলে যাওয়ার পর তাঁর প্রথম জন্মদিনেও বেশ মনখারাপ ছিল তামারার। সোশ্যাল মিডিয়ায় কেকে-কে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে বাবা। খুব মিস করছি তোমায় আজ ৫০০ বার শুভেচ্ছা জানানো। মিস করছি ঘুম থেকে উঠেই তোমার সঙ্গে কেক খেতে বসে যাওয়া। আশা করি তুমি ওখানে বসে যত ইচ্ছে কেক এখন খেতে পারছ। চিন্তা করো না, আজ আমরা মাকে মন খারাপ করার এক ফোঁটা সুযোগও আজ দেব না। আমরা খুব বিরক্ত করব, যাতে রেগে যায়। আশা করব আজ আমাদের গান শুনতে পাবে তুমি। সব তোমার জন্য বাবা।’