গত ২ সেপ্টেম্বর দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল গ্রেফতার হতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ যারপরনাই খুশি হয়েছে, কারও মতে এটা আধা সাফল্য। কারণ নির্যাতিতার খুনের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা এখনও সাজা পাননি। এবার এই বিষয়ে নতুন কন্টেন্ট বানালেন লাফটারসেন। কৌশিকী অমাবস্যার রাতে সন্দীপ ঘোষের এই গ্রেফতারিকে তিনি অন্য ভাবে দেখছেন বলেই ভিডিয়োতে তুলে ধরেছেন।
আরও পড়ুন: '১০ লাখের লটারি', ভাইঝি হওয়ার খবর পেতেই দাবি লাফটারসেনের! মজার ছলে সমাজকে আয়না দেখালেন নিরঞ্জন
আরও পড়ুন: 'প্রতিবাদের সুরের শব্দে বড় হয়ে ওঠো', আরজি করের জন্য প্রতিবাদের মাঝেই খুদেদের জন্য বিশেষ বার্তা কৌশিকের
কী বলেছেন লাফটারসেন?
এদিন লাফটারসেন একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তিনি যেমন শাড়ি পরে ভিডিয়ো বানান তেমন ভাবেই শাড়ি পরে ঘরে সন্ধ্যাবাতি দিচ্ছেন। আর তখনই তাঁর ফোনে একটি মেসেজ আসে। তাতে লেখা সন্দীপ ঘোষের গ্রেফতারির কথা। এটা দেখেই লাফটারসেন বলে ওঠেন, 'ওই দেখো কৌশিকী অমাবস্যার পাঁঠার বলি ধরা পড়েছে।'
আরও পড়ুন: সন্দীপের গ্রেফতারিতেও নিশ্চিত হতে পারছেন না শিলাজিৎ! বললেন, 'আর কারা গোকুলে বাড়ছে সেটা এবার...'
তাঁর এক ভিডিয়োর বহুল প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকে শেয়ারও করেছেন এই ভিডিয়ো। এক ব্যক্তি লেখেন, 'একে একে নিভবে প্রদীপ, শুরুর নামটা না হয় সন্দীপ।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'সবে তো একটা পাঁঠা ধরা পড়ল, মায়ের পায়ে আরও অনেক পাঁঠা উৎসর্গ হবে আস্তে আস্তে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বলুন অসুর ধরেছে, পাঁঠা র মত নির্বোধ নয় এটা।'
প্রসঙ্গত, লাফটারসেন ওরফে নিরঞ্জন মন্ডল লাগাতার মহিলাদের সঙ্গে হওয়া নির্যাতন, আরজি কর কাণ্ড নিয়ে পোস্ট করে চলেছেন। কখনও তাঁর ভিডিয়োর মাধ্যমে নির্যাতিতা, ধর্ষিতাদের এক ঘরে না করার বার্তা দিয়েছেন। কখনও আবার বুঝিয়েছেন মহিলাদের সঙ্গে ঘটা যৌন নিগ্রহের ঘটনা কখনও সখনও বাড়ি থেকেই শুরু হয়।