ছেলের সঙ্গীতে এবারের টি২০ বিশ্বকাপ বিজয়ীদের সম্মান জানাল গোটা আম্বানি পরিবার। হ্যাঁ, একেবারেই ঠিক পড়লেন। আম্বানিদের তরফে এদিন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবকে সম্মান জানানো হয় এবারের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিজয়ী হওয়ার জন্য।
আরও পড়ুন: বাংলাদেশের পর ভারতেও উঠুক তুমুল 'তুফান' ঝড়, সকাল সকাল কালীঘাটে পুজো 'ঈশ্বরপ্রাণ' মিমির
আম্বানিদের সঙ্গীতে টিম ইন্ডিয়াকে সম্মান জানানো হল
মাত্র এক সপ্তাহ আগেই রোহিত শর্মার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত করে ভারত। এরপর দেশে ফিরেই মুম্বইতে চলে বিজয় মিছিল। তাতে সামিল হন লক্ষ লক্ষ মানুষ। তবে ভারতের এই বিশ্ব জয়ের কারিগর হিসেবে দলের যে তিনজনকে মনে করা হচ্ছে তাঁদের এদিন সম্মান জানাল গোটা আম্বানি পরিবার। মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং ছেলে আকাশ আম্বানির সঙ্গে মিলে রোহিত, হার্দিক এবং সূর্যকুমার যাদবকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁদের সঙ্গে মঞ্চে নাচ করেন।
লেহরা দো গানে হার্দিক, রোহিত এবং সূর্যকুমার যাদবের সঙ্গে অনন্ত এবং রাধিকার সঙ্গীতে নাচ করেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং আকাশ। নাচের পর ভারতীয় ক্রিকেট দলের এই তিন সদস্যকে তাঁরা জড়িয়ে ধরে অভিবাদন জানান। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: 'মোটা থাই' নিয়ে সুইমিং স্যুট! ট্রোল্ড হতেই স্বস্তিকা বললেন, 'ভালো মায়েরা তো নাইটির উপর...'
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকাকে টিম ইন্ডিয়া মাত্র ৭ রানে রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত করে। এরপর থেকেই গোটা দেশ উচ্ছ্বাসে ভাসছে। ২০১১ এর পর আবার কোনও বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। স্বাভাবিক ভাবেই তাঁদের সেই বিজয়ের নানা মুহূর্তের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতে নবীনতম সংযোজন হল এই ভিডিয়ো।