দীর্ঘ ৮ বছরের বিবাহ জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান খান এবং স্ত্রী অবন্তিকা। অনেকেই এই সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে লেখা ওয়াশিংটনকে দায়ী করেছিলেন। এবার ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন ইমরানের নতুন প্রেমিকা লেখা ওয়াশিংটন।
সম্প্রতি মানি কন্ট্রোলকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে লেখা বলেন, ‘এই পৃথিবীতে যেখানে ভালোবাসার কোনও দাম নেই সেখানে ইমরানের মতো একজন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমরা একে অপরের সঙ্গে চুটিয়ে গল্প করি, কথা বলি ছোট ছোট বিষয় নিয়ে।’
লেখার পাশাপাশি সম্পর্ক নিয়ে ভীষণ খোলামেলা ইমরান খান নিজেও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ২০২০ সাল থেকে তিনি লেখার সঙ্গে সম্পর্ক রয়েছেন। বিবাহ বিচ্ছেদের দেড় বছর মধ্যেই তিনি এই সম্পর্কে জড়িয়ে পড়েন, জানাতে ভোলেননি অভিনেতা।
আরও পড়ুন: লোটে মাছের পকোড়া থেকে মরিচ মটন! পৌলমীর বিয়ের মেনু জুড়ে বাঙালিয়ানা, এলাহি আয়োজন
অভিনেতা আরও বলেন, ‘বিবাহ বিচ্ছেদ নিয়ে আমার মধ্যে কোনওরকম লজ্জা বা দ্বিধা কাজ করে না। আমরা একে অপরের সঙ্গে আর থাকতে পারছিলাম না। তবে এটাও ঠিক বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তটা আমাদের দুজনের পক্ষেই ভীষণ কঠিন ছিল। তবে কেউ যদি নিজের সঙ্গের সঙ্গে মানিয়ে চলতে না পারার ফলে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাতে লজ্জার কিছু নেই।’
‘আমার জীবনের অনেকটা সময় আমি পেরিয়ে এসেছি এবং আমি মনে করি এখন যেটা উচিত সেটাই আমি করব। সব থেকে মজার কথা হল, এতদিন আমার বাড়িতে একটা প্লেট ও একটি গ্লাস ছিল কিন্তু এখন লেখা আমার সঙ্গে থাকার ফলে বাড়িতে ১৫টি প্লেট এবং ১৫ টি গ্লাস কিনে আনতে হয়েছে। প্রত্যেক পানীয়র জন্য ও আলাদা আলাদা গ্লাস ব্যবহার করে কিন্তু আমি একটা গ্লাসেই সব কিছু খেয়ে নিই’, হাসতে হাসতে বলেন ইমরান।
২০১১ সালে অবন্তিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইমরান খান। ইমারা নামে একটি কন্যা সন্তানে রয়েছে তাঁদের। দীর্ঘ ৮ বছর সংসার করার পরেও আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অবন্তিকা এবং ইমরান। যদিও এই বিবাহবিচ্ছেদের পেছনে লেখার সঙ্গে ইমরানের ঘনিষ্ঠতাকেই দায়ী করেছেন অনেকে, তবে এই নিয়ে তখন ইমরান বা অবন্তিকা কেউই কোনও কথা বলেননি।
আরও পড়ুন: জলের ট্যাঙ্কারের ধাক্কা বাইকে! দুর্ঘটনা স্থলেই মৃত্যু মুম্বইয়ের খ্যাতনামা মডেলের
আরও পড়ুন: চাঙ্কি বা গোবিন্দা নন, আঁখে ছবিতে সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছিল হনুমানটি! ৩১ বছর পর ফাঁস সত্যি
ব্যক্তিগত জীবনের মত পেশাগত জীবনেও খুব একটা সফলতা অর্জন করতে পারেননি আমির খানের ভাগ্নে। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না'-য় জেনেলিয়ার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ইমরান। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও খুব একটা বেশি সাফল্য অর্জন করতে পারেননি তিনি। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে 'কাট্টি বাট্টি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন ইমরান, সেটিও বক্স অফিসে চলেনি।
অন্যদিকে লেখা তামিল এবং তেলেগু সিনেমায় অভিনেত্রী হিসেবে মূলত কাজ করেন। ২০২১ সালে ইমরান খানের সঙ্গে লেখার সম্পর্কের কথা প্রথম শোনা যায়, পরে বেশ কিছু পাবলিক ইভেন্টেও একসঙ্গে দেখা যায় তাঁদের।