বিগ বস OTT এর হাত ধরে এখন জনপ্রিয়তার শীর্ষে আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা। কিন্তু এরই মাঝে প্রকাশ্যে এল বাংলার আরমান মালিকের কথা। তবে বাংলার এই আরমান মালিক কিন্তু মোটেই এপার বাংলার ছেলে নন। বরং তিনি বাংলাদেশের বাসিন্দা। আর সেখানেই তাঁর দুই স্ত্রীকে নিয়ে সুখের সংসার রয়েছে।
আরও পড়ুন: খাতরো কী খিলাড়িতে অসীমের ব্যবহারে মর্মাহত রোহিত, বললেন, 'বয়সে ছোট সহকর্মী অসভ্যতা করলে...'
সম্প্রতি টিয়া নামক একটি পেজ থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাবড় দুই স্ত্রীকে পাশে নিয়ে বসে রয়েছেন। সেই ব্যক্তির নাম সৈয়দ আহাদ। এবং তাঁর বড় বউয়ের নাম মার্জিয়া ইসলাম তিশা। ছোট বউয়ের নাম আঁখি। সম্প্রতি তাঁদের বিবাহবার্ষিকী গিয়েছে। সেই অনুষ্ঠানের একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এই তিনজন মিলে এই টিয়া নামক পেজটি চালান। সেখানে গেলেই দেখা যাচ্ছে তাঁরা তাঁদের রোজকার জীবনের নানান মুহূর্তের ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। ২ সতীন যে সুখে সংসার করছেন সেটা ছবি দেখেই স্পষ্ট। দেখে অবিকল মনে হয় আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রীর কথা।
আরও পড়ুন: ফেডারেশন - পরিচালকদের সংঘাত চরমে, এরই মাঝে নতুন ধারাবাহিকের শ্যুটিং করলেন অনিন্দ্য! কাজ করলেন সুজিতও
আরও পড়ুন: সতর্কতা ছড়াতে এবার বেঙ্গল পুলিশের হাতিয়ার রূপম ইসলামের গান! কী নিয়ে সাবধানবাণী শোনালেন রকস্টার?
প্রসঙ্গত বর্তমানে বিগ বস OTT থেকে পায়েল মালিক বেরিয়ে গিয়েছেন। এখনও বিগ বস হাউজে রয়েছেন আরমান এবং কৃতিকা। তাঁদের একটি ঘনিষ্ট ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর তারপরই জানা গিয়েছে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বলেছেন পায়েল। জানিয়েছেন তিনি এই সম্পর্ক আর টানতে চান না।