গত বছর (২০২৩) ২৯ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন রণদীপ হুদা ও লিন লাইশরাম। মণিপুরের ইম্ফলে বসেছিল সেই বিয়ের আসর। সেই বিয়েকে রূপকথার বিয়ে নাবলে মহাকাব্যিক বিয়ে বলাই ভালো। মহাভারতের তৃতীয় পান্ডব অর্জুন যেভাবে মণিপুরের রাজকন্যাকে বিয়ে করেছিলেন, সেই থিমেই সাজানো হয়েছিল বিয়ের আসর। দেখতে দেখতে সেই বিয়ের পর ১ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রণদীপ-লিন।
প্রথম বিবাহ-বার্ষিকী একসঙ্গে কীভাবে কাটালেন রণদীপ হুদা ও লিন লাইশরাম?
জীবনের বিশেষ এই দিনে, লিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে স্বামী রণদীপের সঙ্গে একটি মিষ্টি বার্ষিকীর ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে একটি পিয়ানোতে তাঁদের উভয়কে হাত রাখতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশানে, ‘পিয়ানোর ক্লাস থেকে আমার সহপাঠীকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’ লিন নিজের পোস্টটি রণদীপ হুদাকেও ট্যাগও করেছেন।
আরও পড়ুন-‘রাজার অবস্থা দেখলে কান্না পেয়ে যাবে!’ হঠাৎ কেন এমন বলছেন মধুবনী! কী আবার ঘটল?
প্রসঙ্গত, রণদীপ হুদা সম্প্রতি গোয়ায় ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ২০২৪-এ যোগ দিয়েছেন। এই চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যানোরামা বিভাগের উদ্বোধনী ছবি ছিল রণদীপ পরিচালিত ‘স্বতন্ত্র বীর সাভারকর’। এদিকে রণদীপ তাঁর স্ত্রী লিন লাইশরামের প্রতি তার ভালবাসা এবং প্রশংসা প্রকাশ করে রণদীপ বলেন, 'মেরি পlনি লিন মেরে লিয়ে ভাগ্যশালী সবিত হুই হ্যায়। বিবাহবার্ষিকী পর ম্যায় ছুটি লুঙ্গা ম্যানে সবকো বোল দিয়া হ্যায়। [আমার স্ত্রী আমার জন্য ভাগ্যবান হয়েছে। আমি আমার বিবাহ বার্ষিকীতে একদিন ছুটি নেব (২৯ নভেম্বর) সকলকে সেটা বলে দিয়েছি।]
এর আগে গত সেপ্টেম্বরে, এই তারকা দম্পতিতে একসঙ্গে মুম্বইয়ে লালবাগচা রাজা দর্শনে যেতে দেখা গিয়েছিল। তবে সকলকে অবাক করে কোনও VIP গেট নয়, সাধারণ মানুষের সঙ্গে লাইন দিয়ে গণপতি দর্শন করেছিলেন রণদীপ-লিন। তাঁদের এই পদক্ষেপ সকলকে মুগ্ধ করেছিল। লিন লাইশরাম সেসময় বলেছিলেন, ‘ভগবান গণেশকে বিদায় জাননানোর আগে আমরা ওঁর আশীর্বাদ সঙ্গে নিয়ে যাই। এই বিশ্বাস রাখি যে তিনি আমাদের সমস্ত বাধা দূর করবেন। তিনি শান্তি নিয়ে আসবে’।
এদিকে কাজের ক্ষেত্রে, রণদীপ হুদাকে পরবর্তীতে সানি দেওলের সঙ্গে ‘গোপীচাঁদ মালিনেনি পরিচালিত একটি ছবিকে দেখা যাবে।