বাংলা নিউজ > বায়োস্কোপ > Guess Who: বাবা-মা'র বিচ্ছেদ হয় ৯ বছর বয়সে, মোটাত্বের সমস্যা কাটিয়ে বলিউড কাঁপাচ্ছে এই খুদে

Guess Who: বাবা-মা'র বিচ্ছেদ হয় ৯ বছর বয়সে, মোটাত্বের সমস্যা কাটিয়ে বলিউড কাঁপাচ্ছে এই খুদে

বাবা-মা দুজনেই নামী তারকা; এই খুদে বলিউড কাঁপাচ্ছে, চিনলেন?

Guess Who: রাজ-রক্ত বইছে শরীরে, বাবা-মা দুজনেই নামী তারকা; এই খুদে বলিউড কাঁপাচ্ছে, চিনলেন?

বলিউডের এই প্রজন্মের অন্যতম পরিচিত নাম উপরের ছবির খুদে মেয়েটি। পুচকে মেয়েটির বাবা-মা দুজনেই বলিউডের পরিচিত নাম। তাই অভিনয় খুদের ডিএনএ-তে। এই খুদের ঠাকুমা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে? 

বাচ্চা মেয়েটির ঠাকুরদা ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, সঙ্গে পতৌদির নবাব! হ্যাঁ, এই খুদে আর কেউ নন বরং পতৌদির নবাব-নন্দিনী সারা আলি খান। ছোটবেলায় বাবা-মা'র ডিভোর্সের সাক্ষী থেকেছেন সারা। কিন্তু ‘আব্বা’ সইফের সঙ্গে সারার সম্পর্ক বরাবরই মজবুত। 

মাত্র ২৩ বছর বয়সে সইফের কোলে এসেছিল সারা। মেয়েকে নিয়ে প্রায়ই ছবির সেটে কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌঁছে যেতেন সইফ। অভিনেতার একটি ফ্যান পেজ মিষ্টি ভিডিও পোস্ট করেছে, যেখানে সইফকে খুদে সারার সঙ্গে পাওয়া গেল। অ্যাওয়ার্ড পেয়ে সেই পুরস্কার মেয়েকেই উত্সর্গ করতে দেখা গেছে সইফকে। মঞ্চ থেকে বাবা সারার নাম নেওয়ার পর রীতিমতো চমকে যায় খুদে। 

সারাকে পুরস্কার উৎসর্গ সইফের

৫০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘটেছিল এই ঘটনা। যেখানে হাম তুমের জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জিতেছিলেন সইফ। পুরস্কার সারাকে উৎসর্গ করে সইফ বলেন, 'সারার দার্শনিক ভাষায় বলব. ‘আব্বা কোন ক্যাটাগরিতে মনোনয়ন পেলে সেটা বড় কথা নয়, শুধু জিতলেই হল। সারা, এটা তোমার জন্য! ধন্যবাদ’। ততক্ষণে দর্শকাসনে বসা মাত্র ৯ বছর বয়সী সারা লজ্জায় লাল।

দর্শকাসনে বন্ধুদের সঙ্গে বসা ছোট্ট সারা তার বাবার নাম উচ্চারণ শুনে চমকে উঠল। দু'দিকে তাকিয়ে হাসতে হাসতে বাবার জন্য হাততালি দিতে লাগল। আজ থেকে ১৯ বছর আগের এই ভিডিয়োতে সবুজ চুড়িদার আর রুপালি চুড়িতে ভারী মিষ্টি লাগছিল তাঁকে। 

ভিডিয়োর বাকি অংশে সইফ এবং সারার মধ্যেকার বেশ কয়েকটি মিষ্টি মুহুর্তের একটি মন্তাজ উঠে এসেছে। ২০০৪ সালে বিচ্ছেদ হয় সইফ-অমৃতার। তখন সারার বয়স সবে ৯ বছর।

সইফ-অমৃতার এক পুত্র সন্তানও রয়েছে ইব্রাহিম আলি খান। সম্প্রতি দুবাই ট্যুরিজমের একটি বিজ্ঞাপনের জন্য সারা ও সাইফ স্ক্রিন স্পেস শেয়ার করেছেন। বিজ্ঞাপনে, বাবা-মেয়ে দুজনেই দুবাই ঘুরে দেখার সাথে সাথে একে অপরের সাথে সময় কাটাতে দেখা গেল।

২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের কেদারনাথ ছবির নায়িকা হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সারাকে সর্বশেষ মার্ডার মুবারক এবং অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে দেখা যাবে অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিতে।

বায়োস্কোপ খবর

Latest News

পুজোয় ভিলেন হতে পারে বৃষ্টি? না কি আকাশ থাকবে ঝলমলে, দেখে নিন এখনই প্রতিদিন ৫ স্থানে প্রদীপ জ্বালানো করবে লক্ষ্মীকে প্রসন্ন, সঙ্গে মিলবে পিতৃর কৃপা '৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.