ভোট প্রচারে মাঝে ক'দিন বাড়ির বাইরে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। রেজাল্ট বেরিয়েছে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় হয়েছে তাঁর। আপাতত একটু ছুটি-ছুটি মেজাজ। তাই তো ইউভানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পরিছেন শহর ঘুরতে। ছোট্টটিও বেশ খুশি মনেই গাড়িতে চেপেছেন। মাঝে মাঝে জানলা দিয়ে চোখ রাখছেন গাড়ির বাইরেও।
পরিচালক রাজ চক্রবর্তীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িতে বেবি কার সিটে বসে আছে ইউভান। নীল রঙের টি-শার্টে সাজুগুজু করে ঘুরতে বেরিয়েছে সে। পাশেই বসেছেন রাজ। বোঝা যাচ্ছে তিনিই ভিডিয়োটি করেছেন। ছেলের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে রাজকে।
তবে বাবা-ছেলের এই আউটিংয়ে মিসিং শুভশ্রী। কিছুদিন আগেই অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে ছিলেন বাড়িতেই নিভৃতবাসে। হয়তো সে কারণেই যোগ দেননি এই ট্রিপে। তবে, নিজের ইনস্টা স্টোরিতে এই ভিডিয়ো শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে।
রাজ চক্রবর্তীর শেয়ার করা এই ভিডিয়োতে এখন লাইক আর কমেন্টের বন্যা। ইনস্টার অনুরাগীরা ভোটে জেতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাজকে। সঙ্গে, বেবি ইউভানের প্রশংসা করতেও ভোলেননি তাঁরা।