বাংলা নিউজ > বায়োস্কোপ > Lock Upp: ভিকিও জানে না! অঙ্কিতার সিক্রেট শুনে মুখ হাঁ হয়ে থাকল কঙ্গনারও

Lock Upp: ভিকিও জানে না! অঙ্কিতার সিক্রেট শুনে মুখ হাঁ হয়ে থাকল কঙ্গনারও

‘লক আপ’-এ এসে নিজের সিক্রেট শেয়ার করলেন অঙ্কিতা লোখান্ডে।

এমন কী বললেন অঙ্কিতা যাতে এই অবস্থা হল কঙ্গনার?

OTT-র দুনিয়ায় ধামাল করছে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’। বিগ বসের আদলেই প্রতিযোগীদের বাইরের দুনিয়া থেকে একেবারে আলাদা করে রাখা হয়েছে। তবে একটু আলাদা ফরম্যাটে। জেলের কয়েদি এখানে সবাই। আর সেই জেল চলে কঙ্গনা রানাওয়াতের ঈশারায়।

উইকেন্ড স্পেশ্যাল এপিসোডে হাজির হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে ‘লক আপ’ শো-তে। 'পবিত্র রিস্তা ২'র প্রচারেই সেখানে পা রেখেছিলেন তিনি। এমনিতেই ‘মনিকর্ণিকা’তে অভিনয়ের কারণে খুব ভালো সম্পর্ক কঙ্গনা আর অঙ্কিতার।

‘লক আপ’-এ মুনাওয়ার আর অঞ্জলির প্রেম নিয়ে প্রথমে পিছনে লাগেন অঙ্কিতা। বলেন, ‘দু'জনকে একসাথে খুব মিষ্টি লাগে।’ সঙ্গে তাঁদের একসাথের ছবি দিয়ে কাস্টমাইজড একটা কফি মগও তুলে দেন তিনি ওঁদের। যাতে হ্যাশট্যাগে লেখা #Munjali।

এরপরই অঙ্কিতাকে উদ্দেশ্য করে কঙ্গনা বলেন, জানো তো আমাদের শো-র নিয়ম হচ্ছে এখানে এলে তোমাকে নিজের জীবনের একটা সিক্রেট ফাঁস করতে হবেই। তাতে একটু ভেবে অঙ্কিতা বলেন, তিনি এমন এক গোপন কথা বলবেন যা তাঁর বর ভিকি জৈনও জানে না। তারপর অঙ্কিতার গোপন কথা শুনে হাঁ হয়ে যান সব প্রতিযোগীরা। এমনকী কঙ্গনা নিজেও।

মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ান ভিউজ ঝুলিতে পুরেছে ‘লক আপ’। দিনকয়েক আগে সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন প্রযোজক একতা কাপুর, হোস্ট কঙ্গনা রানাওয়াত। একতা লিখেছিলেন, ‘লক আপ পার করে ফেলল ১০০ মিলিয়ান ভিউজ। প্রথম রিয়েলিটি শো যেটা মাত্র ১৯ দিনে এই রেকর্ড গড়ল। ভারতীয় ওটিটিতে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এখন লক আপ। অনেক বলে ফেলেছে… জয় মাতা দি।’

বন্ধ করুন